আমাদের কথা খুঁজে নিন

   

১টাকা হালি কলা!!!!!!!!!



১টাকা হালি কলা!!!!!!!!! এটা অনেকটা পুরাতন জোক। তার পরেও লিখলাম এক দুস্টছেলে বয়স ৭/৮ এর মত। সে কোন অবস্থাতেই লেখা পড়ায় মনযোগি না সারা দিন দুস্টামির তালে থাকে তার বাবা মা খুব দুস্চিন্তায় সব সময়। বাসায় গৃহ শিক্ষক ২/৩ দিনের বেশী টিকে না । অনেক গৃহ শিক্ষক পলানোর পর এক নতুন গৃহ শিক্ষক আসলো গৃহ শিক্ষক সাথে ছেলেটার কথা গুলি ছিল এমন গৃহ শিক্ষক> লেখাপড়া কইরা কার কি হইছে? ছেলে>হ স্যার কারো কিছু হয় নাই আর হইবই বা কেমনে? বিয়াতো করে নাই, বিয়া করলেই তো পুলাপান হয় গৃহ শিক্ষক> তাই লেখাপড়া বাদ। এসো গল্পকরি ছেলে> হ, হেইডাই ভাল গৃহ শিক্ষক> আইচ্ছা তোমাদের বাসার বাজার করে কে? ছেলে>কাজের ছেলেটা গৃহ শিক্ষক>তোমারে বাজারে পাঠাইলে বাজার করতে পারবে? ছেলে> পারুম স্যার গৃহ শিক্ষক> মনে করো তোমারে ৫টা টাকা দেওয়া হইলো কলা কিনার জন্য। কিনে আনতে পারবে? ছেলে>এইডা কোন কাম হইলো শিক্ষক> তাইলে মনে করো ১টাকা হালি কলা। ৫টাকায় কয় হালি কলা কিনতে পারবে? ছেলে> হ স্যার জাইন্নি বাজারো! ১টাকা হালি কলা কিনবাইন!!! কলা আপনের ুটকি দিয়া দিব!!!!!!! তার পর কি হয়েছিল আপনারাই বলুন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।