We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!
প্রায় এক সপ্তায় মুখবন্ধ লিখেছি যদিও উপন্যাসটা লিখেছিলাম প্রায় দুই বছর আগে।
যাক এখন আসল কথায় আসি। ব্লগে আসার এক মাত্র কারণই ছিল লেখালেখি নিয়ে আলোচন সমালোচনা করা। আমি তেমন ভালো ছাত্র ছিলাম না কিন্তু বরাতজোরে এবং প্রতিভার প্রভাবে আমি লিখতে এবং পড়তে পারি। বানানে আমি এখনো কাচা আমারে মত কাচা।
মাঝে মাঝে দাঁত চুকা হয়ে যায়। বিধায় আমার বানান ভুল ধরা মানে লবন ছাড়া চুকাই চিবানু।
যেমন প্রতিভা এবং প্রভাব বানান দুটাই হয়তো ভুল। যাক এখন কাজে আসা যাক,
নিচের লেখাটা মনোযোগ দিয়ে পড়ে কোন সমস্যা পেলে মন্তব্য বললে খুবই উপকৃত হব।
অবনীতলে কত অঘটন ঘটে, অদিনে নিদান দেখা দেয়, অসময়ে জাত ফুল ফুটে, কুক্ষণে কোকিলারা যে কু ডাকে তা নাছরিন জানে এবং বরাতজোরে অকাল বসন্তে কুমড়োর লতায় কুষ্মাণ্ড ও দেখেছে কয়েকটা বিধায় সবসময় সর্তক থাকে।
বয়স এখনো আটার হয়নি। দেখতে অন্য দশজনের মত হলেও ওর মনে অনেক দুঃখ। বুঝজ্ঞান হবার আগেই মা বাবা পরলোক গমন করেছেন।
অন্ধের যষ্টি নাছরিন নানা নানীর নয়নমণি। নানী ওকে বুকে ঘুম পাড়াতেন।
নানা বিছানায় শুয়ে ওর দু হাত ধরে বুকের উপর খাড়া করে হাঁটা শিখিয়েছেন।
নানা গল্প কবিতা লিখেন এবং নানীও সাহিত্য চর্চা করেন। নানা নানীর সংস্পর্শে থেকে বাল্যকালেই কাব্যকলা শিখেছে, যা উনারা কখনো আঁচ করতে পারেননি। নতুন বই লেখার সময় সংলাপ নিয়ে সমস্যার সম্মুখিন হলেই নাছরিনকে ডাকাডাকি শুরু করেন।
প্রথম যে দিন শাড়ী পরেছিল সে দিন থেকে নানা ওকে বইনারী ডাকেন।
বইনারী শব্দের অর্থ বান্ধবী। সকালে অথবা বিকেলে শাড়ী পরে বিমনা হয়ে বাগানে হাঁটলে নানা শরীর কাঁপিয়ে হেসে বইনারী ডাকলে তেলেবেগুনে জ্বলে উঠে।
মনে আশা আছে এবারের বই মেলায় কয়েকটা বই প্রকাশ করব। সবার দোয়া চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।