আমার ভিতর আরেক আমি
(শহরের ঘরবন্দী, যারা রাজকুমার'দের)
****************************************************
চিরচেনা সেই ডোবা পুকুর
হঠাৎ করেই অচেনা রোগে হয়ে গেল বালুময়;
বাতাসে ধূলো উড়ে আনল ডেকে
চিলকোঠার রাজাদের।
দুপুরের রোদে বালু উষ্ণতা পেত
বৃষ্টির জলে ধূয়ে ভেসে যেত,
উড়ে উড়ে বালু আকাশ ছুয়ে করত অভিমান;
ঘোলাট চোখে চিলকোঠার রাজারা
হারিয়ে যেত সীমানার ওপাড়ে।
মেঘেরা আসত রঙধনু নিয়ে
হারিয়ে যেত মন সাতরঙা নায়ে;
আবার হঠাৎ করেই চেনা ধূলো বালু
জলে ভিজে ভিজে আটকে যায় দেয়ালে,
রাজারা ফিরে আপন চিলকোঠায়
ধূলো, আকাশ, বৃষ্টি, রঙধনু ও হারিয়ে যায়
শিকল ঘেরা কাঁচের দেয়ালে।
এখন আর রাজারা স্বপ্ন ও দেখেনা
কি করে দেখবে ? রাজাদের চোখে যে আর ধূলো জমেনা !
* * ** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
১৩/০৯/০৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।