আমি একজন খারপ হলেও ভাল মানুষ.........
বন্ধুত্ব সে যেন এক হলুদ রং এ
আকা বিশাল ক্যানভাস,
তাতে আকা যায় যা ইচ্ছে তাই
বাধা দেবার মত নেই কেউ,
কেউ নেই নির্দেশনা দেবারও
আর তাই এই হলুদ রং এর
উজ্জ্বল ক্যানভাসে
আমাদের শুধুই আকাআকি।
এই ক্যানভাসটা কখনই
সাদা হয়ে যায় না
হয়তো তুলিগুলো নষ্ট হয়
কিন্তু তাতে কি আরো তুলির
ছোয়ায় তা আবার
ফিরে পায় প্রান।
বন্ধুত্বের এই বিশাল ক্যানভাসটাকে
কোনদিন রাঙ্গিয়ে
শেষ করা যায় না,
এর বিশালতার কাছে হারতে হয়
কিন্তু কোথায় যেন এক
অদৃশ্য সুতার টানে আমরা
বার বার এই ক্যানভাসটাকে
কেবল ভালোবেসেই মরি।।
কারো জীবনে সত্যি এমন ক্যানভাস আছে কি না জানি না...কিন্তু আমার জীবনে এমন একটা ক্যানভাস আছে যাতে আমি কেবলিই আকি আর আকে আমার প্রিয় বন্ধুরা......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।