আমাদের কথা খুঁজে নিন

   

আতিফ আসলাম আবার ঢাকায়

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
প্রথম আলোর মাধ্যমে নিউজটা পেলাম... আতিফ আসলাম আবার ঢাকায়। বলিউডের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম এখন ঢাকায়। গতকাল দুপুরে পাকিস্তানি এই গায়ক ঢাকায় এসেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন তিনি। ২০০৬ সালে ও লামহে চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে বলিউডে অভিষেক আতিফের।

এরপর কলিযুগ, বাস এক পল, রেস, কিসমত কানেকশন, আজব প্রেম কি গজব কাহানি এবং সর্বশেষ প্রিন্স প্রভৃতি চলচ্চিত্রের প্লেব্যাকে কণ্ঠ দিয়ে জনপ্রিয় হয়েছেন আতিফ। আজকের সন্ধ্যায় আরও গান গাইবেন বাংলাদেশের মিলা ও ফুয়াদ। নকিয়ার সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করছে সিগনাল ইভেন্টস। ফাহিম মিউজিক, কফি ওয়ার্ল্ড, আমেরিকান বার্গারের পাশাপাশি আজকে শোর আগে ভেন্যুতে টিকিট পাওয়া যাবে। টিকিটের মূল্য আড়াই হাজার ও পাঁচ হাজার টাকা।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।