উন্মত্ত ক্রোধে;
অদম্য বন্যে,
ঢেলে দিলো বিষ-
ক্রুঢ় কৃষ্ণ-নাগ।
তপ্ত, গরল, অমৃতসুধা
আধার ওষ্ঠাধারে।
আছন্ন আবেশ -
থরথরো তনু-
দংশিত হৃদয়-
ধীর বিচরণে
নীলবর্ণ, নীলকন্ঠি বালিকা
শ্রান্তি হলো তার
মরণে।
সুখাশ্রয়ী মৃত্যুশ্রায়ে
দোদুল্যে ভাসে,
রাত্রী দিন,চিরহরিৎ বনে আলোকচ্ছটা
নীলকন্ঠি বালিকার মরণ ঘনায়।
দংশিত হৃদয় তৃষিতে কাঁদে।
কৃষ্ণ-নাগ আড়ালে হাসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।