বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
সেই মানুষই সবার চেযে সুখী
যিনি আজকের দিনকে নিজের বলতে পারেন:
তিনিই শ্রেষ্ঠ, যিনি বলেন:
আগামীর বিপদকে ভয় করিনা কারন আমি আজ বেঁচেছি। - রোমান কবি হোমার
যারা প্রতেক বস্তুই দাম জানেন কিন্তু কোনও বস্তুরই প্রকৃত মূল্য জানেন না, তারাই সমালোচক । -Oscar Wilde
আত্মহত্যা একটি সাময়িক সনস্যার চিরস্থায়ী সমাধান। - Abigail van wilde
মানুষ নিয়ে কাজ করা যেন সোনার জন্য মাটি খোঁড়ার মত, এক আউন্স সোনার জন্য টনের পর টন মাটি কাটতে ও সরাতে হয়: কিন্তু সোনাই খোঁজা হয় , মাটি নয়।
- অ্যান্ড্রু কার্নেগী
অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। - টমাস কার্লাইল
যখন আপনি লক্ষ্য থেকে দৃষ্টি সরিরে নেন, তখন বাধাগুলি ভয়াবহরূপ ধারন করে। - হেনরি ফোর্ড
মানুষ যা পেয়েছে, তার জন্য তাকে সন্মান জানানো হয় না: মানুষ পৃথিবীকে যা দিয়েছে তার জন্যই তার সন্মান। - Calvin Coolige
ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেণ, কিন্তু আমাদের স্নায়ু তা করে না। - উইলিয়াম জেম্স
আমার ছ'জন কর্মচারী আছে
( আমি যা জানি সব তারাই শিখি্যেছে)
- তাদের নাম হল: কি, কেন, কখন,
কে, কেমন করে আর কোথায়।
- রাডিয়ার্ড কিপলিং
দুঃখী হয়ে উঠার রহস্য হলো আপনি সুখী না দুখী ভাবতে পারার মত সময় থাকা। - জর্জ বানার্ড শ
শত্রুর জন্য এমন উত্তাপ সৃষ্টি করবেননা
যাতে নিজেই দগ্ধ হবেন। - শেক্সপীয়ার
আমাদের যা আছে তার কথা আমরা কদাচিৎ ভেবে থাকি
বরং অধিকাংশ সময় চিন্তা করি যা আমাদের নাই। - সোপেন হঅয়ার
অবশ্যম্ভাবীকে হালকাভাবেই গ্রহন করুন। - সক্রেটিস
নিজের প্রতি সুমহান আস্থা থাকলে আর তখনই সুমহান আস্থা থাকবে মানবজাতির প্রতি।
- আব্রাহাম লিংকন
মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রেই আড়াল করা প্রশংসাই:
মনে রাখবেন মরা কুকুরকে কেউ লাথি মারেনা। - ডেল কার্নেগী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।