আমাদের কথা খুঁজে নিন

   

গুগল পেজ রেঙ্ক আপডেট হিস্টরি ও পেজ রেঙ্ক বাড়ানোর জন্য কিছু সহজ টিপস। গুগল পেজ রেঙ্ক নিয়ে একটি সম্পূর্ণ আর্টিকেল।

গুগল মামা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, বর্তমানে গুগল পেজ রেঙ্ক পাওয়া খুবিই কষ্টের বিসয় হয়ে দাঁড়িয়েছে। যারা নতুন বা অপ্ল এসইও শিখেছেন তাদের জন্যতো পুরা সিনপার্ট কাহিনী পেজ রেঙ্ক পাওয়া। তবে, আমি বলবো গুগল এর নিয়ম মাফিক চললে গুগল আপনাকে শুধু পেজ রেঙ্ক কেন, অ্যাডসেন্স থেকে শুরু করে অন্য সকল সুবিধা দিবে। অনেক দিন টিটি তে আর্টিকেল লিখি নাহ, তাই আজকে চেষ্টা করবো একটি পূর্ণ হেল্পফুল আর্টিকেল উপহার দিতে। আজকের আর্টিকেল লেখার আরও একটি কারন আছে, আমার ওয়েবসাইট এর এলেক্সা রাঙ্ক ১ লাখ এর নিচে এসেছে আশা করছি আগামী ১ মাসের ভিতরে ৫০ হাজারের ভিতরে আনতে পারবো।

যাই হোক, চলুন শুরু করা যাক।
গুগল পেজ রেঙ্ক সম্পর্কেঃ
গুগল তার পেজ রেঙ্ক এর মাধ্যমে ওয়েবসাইট এর মূল্য বোঝায়। যেই ওয়েবসাইট এর পেজ রেঙ্ক যোত বেশি সেই ওয়েবসাইট এর মূল্য ততো বেশি। গুগল সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট এর পেজ রেঙ্ক এর উপরে নির্ভর করে আপনার ওয়েবসাইট এর কনটেন্ট গুলো সার্চ ইঞ্জিনে প্রমোট করে। তবে কিছু কিছু ক্ষেত্রে পেজ রেঙ্ক নাহ থাকলেও কনটেন্ট গুলো গুগল সার্চ রেজাল্ট এর প্রথম পেজে আনে।

আপনার ওয়েবসাইট এর পেজ রেঙ্ক এর উপরে নির্ভর করে সবাই আপনার ওয়েবসাইট এর মূল্য বুঝবে।
গুগল পেজ রেঙ্ক হয় ০ থেকে ১০ পর্যন্ত। নতুন সাইট গুলোর পেজ রেঙ্ক ০ থাকে তারপরে আপনার ওয়েবসাইট এর জন্য করা এসইও এর উপরে নির্ভর করে আপনি কতো পেজ রেঙ্ক পাবেন। গুগল যে কোন সময় পেজ রেঙ্ক আপডেট করে নাহ বা যে কোন একটি ওয়েবসাইট এর জন্যও আপডেট করে নাহ। গুগল নিজেদের সময় মতো কোন এক সময় পেজ রেঙ্ক আপডেট করে ও একসাথে সকল ওয়েবসাইট এর পেজ রেঙ্ক আপডেট করে।

আপনার ওয়েবসাইট এর পেজ রেঙ্ক ০ এই কারনে আপনি হয়তো ভাবছেন যে, এর পরে যখন পেজ রেঙ্ক আপডেট হবে তখন আপনি যদি পেজ রেঙ্ক পান তাহলে একটি পেজ রেঙ্ক পাবেন। কিন্তু, গুগল এই ভাবে পেজ রেঙ্ক আপডেট করে নাহ। আমি দেখেছি অনেক ওয়েবসাইট ০ থেকে এক লাফে পেজ রেঙ্ক ৪ পেয়েছে। এই টা সম্পূর্ণ নির্ভর করে আপনার ওয়েবসাইট এর জন্য করা Search Engine Optimization এর উপরে।
গুগল পেজ রেঙ্ক আপডেট হিস্টোরিঃ
এই লিস্ট থেকে জানা যাচ্ছে যে লাস্ট গুগল পেজ রেঙ্ক আপডেট হয়েছে 4 February 2013।

এখন কথা হচ্ছে যে, এর পরে গুগল কবে পেজ রেঙ্ক আপডেট করবে? এই প্রস্ন টি অনেকেই করে কিন্তু গুগল ছাড়া এইটা কেউ জানে নাহ। গুগল কখন কবে পেজ রেঙ্ক আপডেট করবে সেটা শুধু মাত্র গুগল জানে। তবে প্রতি ৩ থেকে ৪ মাসের ভিতরে গুগল একবার পেজ রেঙ্ক আপডেট করে। তবে এই বার কি হয়েছে তা আমি বলতে পারবো নাহ কারন গত ৬ মাস গুগল কোন পেজ রেঙ্ক আপডেট করে নাই। তবে বছরের শেষে হলেও গুগল ২০১৩ তে আরও একটি বার পেজ রেঙ্ক আপডেট করবে।


গুগল পেজ রেঙ্ক পাওয়ার জন্য কিছু টিপসঃ
আমার মনে আছে, যখন আমি প্রথম ওয়েবসাইট করি তার কিছু দিন পরে আমি আমার মামা কে বলেছিলাম “ মামা পেজ রেঙ্ক পাই নাহ কেন “ (আমার মামা এর কারনেই আজ আমার ইন্টারনেটে সাফল্য) তখন মামা বলেছিল “ পেজ রেঙ্ক কি মুয়া নাকি “। কোথাটা পুরাপুরি সত্য। নিচের আমার বেক্তিগত কিছু টিপস শেয়ার করলামঃ
আমার আর্টিকেলের কথাও কোন ভুল থাকলে ক্ষমাশূন্য চখে দেখবেন ও কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আমার আর্টিকেল যদি একটুও ভালো লাগে আপনার তাহলে আমার ওয়েবসাইটটি একবারের জন্য দেখে আসবেন ( শুধু মাত্র এসইও এর সকল টিপস নিয়ে পোস্ট করা হয়)। এসইও লাভার হলে ও এসইও এর নতুন ও অজানা টেকনিক জানতে আমার ব্লগ রেগুলার ভিসিট করতে পারেন।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.