আমাদের কথা খুঁজে নিন

   

সোনাপাখির ব্যাস্ত জীবন

মায়াবতী এই প্রহর

অনেকদিন ব্লগে কিছু লিখিনা। বর্তমানে গ্রামে থাকার কারণে নেট প্রবলেম তো আছেই, তাছাড়া আমার সোনাপাখিটা বড় হয়ে উঠছে আর তার ব্যাস্ততাও দিন দিন বেড়ে চলেছে। এখন আমার ব্যাস্ততাটাও তার ব্যাস্ততাকে ঘিরে। তার প্রায় ৬ মাস বয়সের ব্যাস্ততার কিছু নিদর্শন এখানে দিয়ে দিলাম.. ১. ঘুম ভেঙে কোলে উঠার জন্য দু'হাত বাড়িয়ে দেয়া.. ২. এরপর তোয়ালে মাথায় দিয়ে ফ্রেশ হবার প্রস্তুতি.. ৩. "মামনি, বাথরুমটা যেন কোনদিকে!!"-অনুসন্ধিৎসু দৃষ্টি... ৪. এবার ব্রেকফাস্ট... ৫. তারপর ওয়াকারে চেপে কিছুক্ষণ ঘোরাঘুরি... ৬. সাথে ছোট্ট বেবি ডলটাকেও কাধে নিয়ে ঘুরতে হয়... ৭. এবার বাবার চশমাটা চোখে দিয়ে অফিস অফিস খেলার প্রস্তুতি... ৮. বাইরে যাবার জন্য একটুখানি সাজুগুগজু... ৯. মাঝে মাঝে সালোয়ার-কামিজও পড়া হয়... ১০. আবার নাচতেও হয়... ১১. ঘোমটায় অনেক সুন্দর লাগে, তাইনা!! ১২. আবার কোন বন্ধু এলে তাকেও সময় দিতে হয়... ১৩. বন্ধুর সাথে কত্ত ভাব!! ১৪. বালিশে মাথা রেখে আবারো ঘুমানোর প্রস্তুতি... ....এভাবেই কাটে তার একেকটা দিন। একেকটা কর্মব্যাস্ত দিন...।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.