দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রিরা হুশিয়ার।
কতিপয় অতিশিক্ষিত, বিদ্যান (!) ব্লগাদের শত অপমান, শত অপবাদ সহ্য করে যারা এতদিন ভ্যাট প্রত্যাহারের দাবিতে ব্লগিং করেছেন তাদের সাবাইকে জানাই লাল সালাম। বনানীতে আমাদের ভাইরা পুলিশি নির্যাতনের শিকার হয়েছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে মেয়েদের লক্ষ করে, মহাখালিতে তিতুমিরের কতিপয় গুন্ডা AIUB র ছাত্রদের বেদমহারে পিটিয়েছিল। কেন..........? তারা যখন মাসিক বেতন ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে হাজার হাজার গাড়ি দোকানপাট ভাঙচুর করে তখন আমরা তাদের বিরোধীতা করি..? অথচ ভ্যাট কার্যকর হলে আমাদের প্রতি সেমিষ্টারে জনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা বেশি দিতে হত। ভ্রাইভেটে অনেক ছেলে মেয়ের বাপের উপার্জন সীমিত।
একটা বাজেট নিয়ে ছেলে মেয়েদের প্রাইভেটে পড়াচ্ছে। কেউ গ্রামের জমিজমা বিক্রি করে খরচ চালাচ্ছে। বাজেটের বাহিরে খরচ চালানো তাদের পক্ষে সম্ভব না। কিন্তু এ কথাগুলা ব্লগের অনেকের কাছে হাসির মনে হয়। ব্যপার না।
হাসতে থাকেন। আমাদের আন্দোলন আজ সফল। আমরা আজ বিজয়ী।
যাই হোক, যাস্ট কুল ডাউন। ইট'স টাইম ফর সেটিব্রেট............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।