কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।
এই ধরনের পোস্ট আমি কখনো দেই নাই। কিন্তু কিছুদিন ধরে ব্লগের এই ক্যাচাল এ বেশ বিরক্ত অনুভব করতেসি।
প্রাইভেট আর পাবলিক এর তুলনাতে শুধু শুধু প্রাইভেট দের গালি-গালাজ করা হচ্ছে জিনিষটা একটু বিরক্তিকর। মানুষকে কখনও ছোট করতে হয় না। পৃথিবীতে ভালোর কোন শেষ নাই আর ভাল কিছুর শুরু যে কোন জায়গা থেকে করা যায়। আর প্রাইভেট বলেন পাবলিক বলেন আমাদের দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানই আন্তর্জাতিক মানের কিছু না।
রবি ঠাকুর একটা কবিতাতে বলেছিলেন,
কেরোসিন শিখা বলে মাটির প্রদিপে, ভাই বলে ডাক যদি দেব গলা টিপে
হেনকালে গগনেতে উঠিল চাঁদা, কারোসিন শিখা বলে এস মোর দাদা।
বস্তুত পাবলিক প্রাইভেট এর দুরত্ব বর্তমানে এতটুকুই। কিন্তু কেউই চাঁদ এর সাথে তুলনা করার মত না। কোন ভার্সিটিই হাভার্ড, এমআইটি না।
ভার্সিটি এর মুল উদ্দেশ্য খালি বিভাগ থাকবে আর ক্লাস থাকবে এমনতো না। ভার্সিটি হবে গবেষনার জন্য।
এই উদ্দেশ্য কতগুলাতে সফল হচ্ছে কে জানে!!
হা পাবলিককে কিছুটা এগিয়ে রাখা যায় কারন সেরা মেধাগুলা আগে সেখানে ভর্তি হয়। কিন্তু বর্তমানে প্রাইভেট অনেক এগিয়েছে। নর্থসাউথ এর বিবিএ এমবিএ এর মান প্রায় আইবিএ এর কাছাকাছি। নর্থসাউথ থেকে বিবিএ করে আইবিএ এমবিএ তে অনেকে সুযোগ পাচ্ছে। পরিশ্রম আর অধ্যবসায় এর বিকল্প কিছু নাই।
সেটা যে যেখানেই থাক।
ব্যাক্তিগত ভাবে আমি একজন কে চিনি যে নর্থসাউথ থেকে পাস করে জি/আর/ই তে ১৫২০ পেয়েছে। এআইইউবি থেকে ১৪০০ এর উপর পাওয়া কয়েকজনের নাম শুনেছি
কোন হিরা যে কোন কয়লার খনিতে থাকে কেউ জানেনা।
একটা ব্যাপার কি ট্যালেন্ট সবসময় ট্যালেন্ট। সেটা যে কই থাকে কেউ জানেনা।
আইন্সটাইন তার আমলে নামকরা একটা ভার্সিটিতে ভর্তি পড়ীক্ষায় টিকেনায়। মোটামুটি বাতিল এর খাতায় নাম লেখানো তিনি কেরানি ছিলেন। পরবর্তিতে তিনি কি হয়েছেন আমরা জানি।
এইখানে আমি একটা কথাই বলতে চাই প্রাইভেট ওয়ালাদের বারবার ফার্মের মুরগি ফার্মের মুরগি বলাটা আমার কাছে খুবই বিরক্ত লাগতেসে। হা কিছু কিছু বেকুব থাকবে যারা অনেক নিচু সারির প্রাইভেট ভার্সিটিকে (তাদেরকেও অপমান করছি না) হয়ত ঢাবি থেকে ভাল বলবে।
এখন বেকুবের কথা তো বেকুবের কথাই।
২০-৩০ টা মাইনাস আসবে পোস্ট-এ তাতে আমি খুব বেশি চিন্তিত না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।