আমি ভব ঘুরেঈ হবো এটাই আমার এ্যম্বিশান.....
আজ থেকে এক বছর ৩ মাস আগে এক ধরনের জোর করেই আমাকে পাঠিয়ে দেই আবু দাবিতে.। কারন আর কিছু না দেশের পরিস্তিতি ভালো না.....। আজ এতো দিন হয়ে গেলো মানিয়ে নিয়েছি নিজেক. কিছুদিন পর ছোট বোনের বি্যে...আমি দেশে যাওয়ার কথা বলতেই ..।আমার মায়ের উতকন্ঠিত গলায় বল্লো দেশে যাওয়া যাবেনা....যতোদিন এই জালিম সরকারের পতন না হবে.....
আসলে আমার সব বন্দুদের নামে আহেতুক মিথ্যা মামলা দিয়ে সবাইকে দৌদডের উপরে রেখেছে সরকারের তল্পিবাহক রা, তাই হইতো আমার মায়ের এই উৎকন্ঠা...
তাই বলে কি আমি আমার ছোটো বনের বি্যে মিস করতে হবে....... হে খোদা তোমার এ কেমন লীলা খেলা......একটা কিচু করো......আমি যে আমার প্রিয় জম্ম ভূমী যেতে চাই..............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।