!!!
মন্দিরের ধ্বংসপ্রায় মূল অংশ
নলজুড়ি থেকে ফেরার পথে দেখলাম জৈন্তেশ্বরী মন্দির- জৈন্তাপুর বাজারের মধ্যেই যার অবস্হান। এটি মেগালিথ (প্রাগৈতিহাসিক যুগের প্রকান্ড প্রস্তর নিদর্শন) যুগের ধ্বংসাবশেষের জন্য খ্যাত। জৈন্তা রাজা লক্ষ্মী সিংহ (১৬৭০-১৭১০ খ্রি.) কর্তৃক নির্মিত প্রাসাদটি বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। মন্দির কমপ্লেক্সের বেষ্টনী দেয়াল ভাল অবস্হায় রয়েছে। মূল মন্দিরের অস্তিত্ব কোনমতে টিকে আছে। ছবি দেখুন।
মূল মন্দিরের ভিতরের দেয়াল
মন্দিরে বামপাশের মেগালিথ ডলমেন- অনুভূমিকভাবে স্হাপিত
উঁচু উলম্ব মেগালিথ মেনহির
সরকারী উপস্হিতি এবং যথারীতি দায়সারা গোছের
কমপ্লেক্সের ভিতরের পরিত্যক্ত ঘর
বেষ্টনীর ভিতরের দেয়াল
মন্দিরের ডানপাশের মেগালিথ
১৬৮০ খ্রিস্টাব্দে নির্মিত রাজবাড়ি বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত
সিলেট- জৈন্তা সড়কে জৈন্তা গেইট
--------------------------
বিস্তারিত বাংলাপিডিয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।