আমাদের কথা খুঁজে নিন

   

পুরুঁত মশাই আর পাঁঠার গল্প



(অনেকদিন আগে পড়ে ছিলাম গল্পটা। আজকে মনে পড়ল। ) শুভদিন দেখে পুরুঁত মশাই গেলেন বাজারে পাঁঠার মাংস কিনবেন বলে। তিনি মনস্থির করলেন আস্ত একটা পাঁঠা কিনবেন। যেই ভাবনা সেই কাজ।

ভাল দেখে একটা কিনলেন। কেনার পর বাড়ি ফিরে যাচ্ছেন। চারজন ঠগ তাকে অনেক ক্ষন ধরে লক্ষ করছিল আর ভাবছিল কি করে পুরুঁত মশাইকে ঠগিয়ে পাঁঠা টা নিয়ে নেয়া যায়। যেই ভাবনা সেই কাজ। তারা একটা ফন্দি আটলো।

সেই মতো তারা অবস্থান নিল পথের বিভিন্ন স্থানে। প্রথম ঠগের সাথে দেখা পুরুঁত মশাইয়ের । সে প্রণাম জানালো,কুশল জিজ্ঞেস করল। তো এই কথা সে কথার মাঝে সে বলল, " আপনি কি আজকাল চীনাদের মত কুকুর খাচ্ছেন নাকি পুরুঁত মশাই?!" পুরুঁত মশাই তো রেগে অস্থির! উত্তর দিলেন, "কি যা তা বলছ! পাঁঠা কিনে নিয়ে আসলাম আর তুমি বলছ কুকুর.........হতচ্ছাড়া কোথাকার!" উনি হন্তদন্ত করে চলে গেলেন। একটু দূরে আর এক ঠগ দেখা দিল।

কুশল বিনিময়ের পর সে ও জিজ্ঞেস করল পুরুঁত মশাই কেন কুকুর খাওয়া শুরু করেছেন। তিনি তো রেগে আগুন! আজকাল কার ছেলেপেলে বেয়াদব হয়ে গেছে এমন গালাগাল করতে করতে উনি আবার হাটা দিলেন। ভাবতে লাগলেন কিনলেন পাঁঠা হয়ে গেল কুকুর.........কি তাজ্জব কান্ড! তিন নাম্বার ঠগের সাথে দেখা হল। সে হা করে পুরুঁত মশাই এর দিকে তাকিয়ে থাকল। পুরুঁত মশাই জিজ্ঞেষ করলেন, "কি হল!"।

তিন নাম্বার ঠগ বলল," কি কলি কাল এল গো.........পুরুঁত মশাই কুকুর খাওয়া ধরেছেন!"। পুরুঁত মশাই রেগে গেলেন, বললেন "কি আজেবাজে বকছ.........এটা পাঁঠা............কুকুর নয়!" এই বলে তিনি হাটা শুরু করলেন আর ভাবতে লাগলেন পর পর তিনটা মানুশ কি ভাবে ভুল করে! উনি উলটে পালটে দেখলেন......নাহ ঠিকই তো আছে! আবার কাঁধে নিয়ে হাটা শুরু করলেন। দেখলেন তো ঠিকই কিন্তু মনের মধ্যে সন্দেহ হছে আসলে কি উনি পাঁঠা কিনেছেন নাকি বিক্রেতা তাঁকে ঠকিয়েছে! এর পর যদি তাকে কেউ বলে যে তিনি কুকুর কিনেছেন তিনি তা রাস্তায় রেখে চলে যাবেন। এসব ভাবতে ভাবতে যখন যাচ্ছেন তখন দেখা হল চার নম্বর ঠগের সাথে। ঠগ তো তাকে দেখে কপাল চাপরানো শুরু করলো আর বলতে লাগল কি যুগ এল গো মাইরি...............পুরুঁত মশাই কুকুর খাওয়া শুরু করেছেন! এই কথা শোনার সাথে সাথে পুরুঁত মশাই কাধ থেকে পাঁঠা নামিয়ে এক লাথি মেরে বললেন, " কিনলাম পাঁঠা আর হয়ে গেল কুকুর.........দেখে নেব আমি ঐ বেটাকে...এখন বাড়ি যাই আগে!" পাঁঠা রেখে উনি চলে গেলেন।

আড়াল হওয়া মাএই চার ঠগ মিলে পাঁঠাটা ধরে ওদের আস্তানায় নিয়ে রান্না করে খেল। বিশেষ দ্রস্টব্যঃ সাধারণত একজন মানুষের কথায় আর একজন মানুষকে প্রভাবিত করা কঠিন। কিন্তু তা যদি বেশ কয়েকজন মিলে করে তখন সেই মানুষটিকে প্রভাবিত করা অনেক সোজা। তাই সাবধান থাকবেন। এমন মানুষজন আমাদের চারপাশে অনেক আছে।

আপনাকে প্রভাবিত করে ভুল বুঝিয়ে তাদের কার্য সিদ্ধি করে নেবে। তাই আবারো বলছি সাবধান থাকবেন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.