আমি সাধারণ একজন মানুষ
বেশ কিছুদিন আগে জানতে পারলাম যে সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণের উদ্যেগ গ্রহণ করেছে । নিঃসন্দেহে এটি ভালো উদ্যেগ । আমি মনে করি এর সাথে একটি করে মডেম দেয়া উচিত। ফলে সবার কাছে ইন্টারনেট সেবা পৌছে দেয়া সহজ হবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এর দরকার বেশি ।
এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা ইন্টারনেট ব্যবহার শিখতে পারবে। না হলে প্রত্যন্ত অঞ্চলের ছাত্র-ছাত্রীরা প্রযুক্তির সুবিধা থেকে পিছিয়ে যাবে। এ ব্যপারে একটা ঘটনার কথা বলব।
আমার এক বন্ধু এক প্রত্যন্ত অঞ্চলে সরকারী হাই স্কুলে শিক্ষকতা করে। সে ইংরেজির শিক্ষক।
একবার সে তার ছাত্র ছাত্রীদের একটা প্যারাগ্রাফ লিখতে দিল। বিষয় ছিল '' ই-মেইল"। ছাত্র-ছাত্রীরা ভালভাবেই প্যারাগ্রাফ লিখল। খাতা দেখা শেষ করার পর সে ছাত্র ছাত্রীদের এ বিষয়ে কিছু বলতে বলল। কিছু ছাত্র উত্তর দিতে পারেনি।
বাকি সবাই যা বলল তা থেকে যা উত্তর আসল যে, ইমেল হল চিঠি পাঠানোর মেশিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।