আমাদের কথা খুঁজে নিন

   

ছাইদি সাবের দাড়ির মেন্দি হারিয়ে গেলো শেষে।

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

ছাইদি সাবের দাড়ির মেন্দি হারিয়ে গেলো শেষে হেথায় খোজে হোথায় খোজে সারা বাংলাদেশে। নদির কাছে গেলো ছাগু, "আছে তোমার কাছে?" - হাত দিস না ছাগুর ছানা গদাম খাবি পাছে। বললো কেদে সাইদি সাবে, খুজো বাড়ি বাড়ি মেন্দি ছাড়া লাগছে কেমন, আমার সাধের দাড়ি। জল ছাড়িয়ে গেলো ছাগু, সবুজ বনের দিকে, মেন্দিতো আর পায়না খোজে পড়লো ভেঙ্গে শোকে। মেন্দি গাছে এই মিনতি, দাও না দুটি পাতা মেন্দি ছাড়া ফিরলে ঘরে হেট হবে যে মাথা। হরিনের কাছে চাইতে গিয়ে খেলো দৌড়ানি, কি হবে আজ সাইদি সাবের চেহারা নুরানী?! এলিয়ে কালো র‌্যাব এলেন, দৌড়ে বাড়ায় পা ছাইদি সাবের মেন্দি ছাড়া ঘরকে যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।