আমাদের কথা খুঁজে নিন

   

অতিক্রান্ত সূর্য্যের সকাল ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

বিষন্ন মন, বিপন্ন মানবতায় আক্রান্ত ক্ষুদ্র ক্ষুদ্র লালসায় জড়ানো জীবন, একটি বৃষ্টি মুখর সন্ধ্যার প্রাক্কালে আকাশের সাথে হলো সহমরণ ! সবটুকু কষ্ট, আকাশ খেয়ে নিলো মুছে গ্যালো অস্থিত্বের ক্ষুধা_ না পাওয়ায় অস্থির এ ঘর ও ঘর পান করে চুপিচুপি কাঠিণ্য সূধা ! বৃষ্টি বিলাসী আমি মেঘে রাখি চোখ দুঃখের স্রোত বহে মনে_ কিছুই বুঝে পাইনে, কোন পথে হাঁটি কার কথা আছে, লেখা এখানে ? অতিক্রান্ত সূর্য্যের সকাল খুব করে গেয়ে গ্যাছে চেনা গীত কবে ? আমি বুজেছি অবুঝ যাতনা, আর বুজেনি তো সবে ! লিখন এপ্রিল-০১.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।