আমাদের কথা খুঁজে নিন

   

ছাইয়্যা নিক ২ : সুমনা শাহনাজ

<<মধ্যরাতের হাইওয়ে>>

যারা ফেসবুক ইউজার, তারা সবাই আমার সাথে একটা ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হবেন যে নিম্নোক্ত লিঙ্কের ছবিগুলো ফেসবুক জগতে সবচেয়ে বেশি নাম দখল করে আছে। এবং ছবিগুলো খুব সম্ভবত কোন বাঙালি ললনার (ফাকিও হইতে পারে)। তো এই ছবি দিয়ে 'সামু' তেও নিক খোলা হয়েছে। আমি দেখার সাথে সাথেই এর প্রতিবাদ করেছিলাম (দু'মাস আগে)। পোষ্ট দিতে পারিনি, কেননা কোন লিঙ্ক ছিল না।

কিন্তু আমার কমেন্ট মুছে দেয়ায় জেদ চেপে গিয়েছিল এবং এর কিছুদিন পর তিনি ওই ছবিটি চেঞ্জ করে একই চেহারার ভিন্ন একটি ছবি প্রো-পিক হিসেবে আপলোড করেন। ছবিটিতে কি ফটোশপের কাজ হয়েছে কিনা, তা আপনারাই বিচার করবেন। আর একটি কথা, তিনি কোন আদর্শের ধারক কিংবা কোন গোত্র সমর্থন করেন, সেটা নিয়ে আমার ন্যূনতম মাথা ব্যথা নেই। এই প্রতিবাদ তার লেখার বিরুদ্ধে নয়। এই প্রতিবাদ শুধুমাত্র ছাইয়্যা নিকের বিরুদ্ধে...... সুমনা শাহনাজ ব্লগার পরিসংখ্যান পোস্ট করেছেন: ২০টি মন্তব্য করেছেন: ১৩৭টি মন্তব্য পেয়েছেন: ২০৩টি ব্লগ লিখেছেন: ৪ মাস ১ সপ্তাহ ব্লগটি মোট ৯৯৮ বার দেখা হয়েছে সামু লিঙ্ক এবার কয়েকটি ফেসবুক লিঙ্ক.... অধরা সাহা আফরি খান বাশার খান ?? নিপা পান্ডা স্বপ্নীল স্বর্ণা খান উরুজ আসিফ ছবি দিতে পারলাম না, আপলোড অপশন কাজ করছেনা।

>> মাইনাস দাতারা এট্টু কষ্ট কইরা মাইনাসের কারণটা বলে যাবেন...... ছাইয়্যা নিক নিয়ে আমার প্রথম পোষ্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।