হরিকাকার নাকটা নাকি
জন্ম থেকেই এমন ,
ভূড়িটা তার ইয়া বড়
জাতে তিনি বামন।
নাকটাই তার নামি-দামী
লোকে বলে নাকা ,
ছারপোকাতে ভয় যদিও
সাহস নাকি পাকা।
মাস্টারের ভয়ে তিনি
কস্মিনেও স্কুলে যাননি,
হাঁটা !এমনিতেই শিখেছেন
কখনো হাঁমাগুড়ি খাননি।
স্বপ্নে যদি দেখেন কিছু
রাত কাটান তাকিয়ে
অপরিচিত জন দেখলে
মুখ রাখেন বাঁকিয়ে।
একদা ট্রেন দেখে বললেন
এ কেমন জন্তু,
সেই ভয়েতে দাঁত কপাটি
শুকিয়ে হলেন তন্তু ।
সারলনা অসুখটি তার
যতই খেলেন খানা
একেবারেই গেলেন ঘাটায়
শ্মশান হলো ঠিকানা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।