আমাদের কথা খুঁজে নিন

   

সূর্যরশ্মিতেই চার্জ হবে ক্যামেরার ব্যাটারি



সম্প্রতি চীনা গবেষকরা সূর্যরশ্মির সাহয্যে ক্যামেরার ব্যাটারি চার্জ করার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। জানা গেছে, এ পদ্ধতিতে সূর্যের আলোয় কয়েকটি ছবি তুললেই চার্জ হয়ে ক্যামেরার ব্যাটারি। খবর ওয়ান ইন্ডিয়ার। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ক্যামেরার ব্যাটারি চার্জ করার জন্য গবেষকরা ক্যামেরার সঙ্গে আটকে রাখা যায় এমন চামড়া, শক্ত কাপড় বা প্লাস্টিক জাতীয় পদার্থের সরু, লম্বা ফিতার মতো একটি সোলার প্যানেল তৈরি করেছেন। এদিকে গবেষক ওয়েন জিং-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি মনে করেন, এই ক্যামেরা খুব শিগগিরিই জনপ্রিয় হতে চলেছে এবং সকেট এর মাধ্যমে ক্যামেরা চার্জিং পদ্ধতির যুগ এটি পাল্টে দিকে সক্ষম হবে। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এ পদ্ধতিতে অবশ্য ব্যাটারি কেবল সূর্যের আলো থাকার সময়ই চার্জ দেয়া যাবে। আর এশটি সীমাবদ্ধতাও রয়েছে এর, তাহলো- এই ক্যামেরায় আর অন্য কোনো ব্যাটারিই ব্যবহার করা যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।