আমাদের কথা খুঁজে নিন

   

ঘুষখোর

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী"

মোহাম্মদ সাইদুল ইসলাম কেউবা বলে বকশিস কেউবা বলে ঘুষ তলে তলে করলি কি যে আছে কি তোর হুঁশ? ব্যাংক অফিস আর আদালতে ঘুষের মহামারি সত্যকে দেয় ধামাচাপা করুণ আহাজারী। হালাল হারাম নেই ভেদাভেদ উপরি কামাই চায় হাজার দু’এক বেতন হলেও চাইনিজ খাবার খায়। গাড়ী-বাড়ী অট্টালিকা সাচ্চা বড় ভদ্রলোক হায়রে কপাল নাইরে অভাব নাইরে তবু সুখ ! সিঁধ কাটা চোর- চোর নয় এরাই আসল চোর দেশের বড় শত্রু এরাই শত্রু অতি ঘোর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।