আমার ওয়ার্ডপ্রেস ব্লগ: http://bit.ly/gaWV2X
এ কথা স্বীকার না করলেই নয় যে যেকোন ধরনের ডাউনলোডের ক্ষেত্রে IDM এর বিকল্প নেই। এতদিন আমি IDM ই ব্যবহার করতাম। কিন্তু ইদানীং পিসি অন হবার পরেই ফেক সিরিয়ালের এলার্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম। শুধু তা নয় কোন ফাইল ডাউনলোড করতে গেলেই সেই লিংক IDM গ্র্যাব করে ফেলে। তারপর ডাউনলোড তো করেই না বরং ফেক সিরিয়ালের এলার্ট দেখায়।
যার কারণে পরে আর সে ফাইল ডাউনলোডই করা যায় না। বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলাম IDM ই আর ব্যবহার করব না। কিন্তু নাহয় আর ব্যবহার করলাম না কিন্তু ডাউনলোডার তো ব্যবহার করতে হবে? তাই বিকল্প খুঁজতে লাগলাম। ব্লগে এর আগেও JDownloader নিয়ে কিছু পোস্ট দেখেছিলাম। তাই সিদ্ধান্ত নিলাম এটাই ব্যবহার করে দেখি।
ব্যবহার করে ভালই লাগল, বলতে গেলে একেবারে ফ্যান হয়ে গেলাম। IDM এর নতুন ভার্সনগুলোতে যেখানে ফ্ল্যাশ ভিডিও ডাউনলোড করা ছাড়া আর কোন বড় ধরনের অপশন নেই সেখানে JDownloader এ প্রত্যেক ফাইল হোস্টিং সাইটের জন্য এড-অন আছে। যার ফলে কোন ফাইল ডাউনলোডের জন্যই অহেতুক অপেক্ষা করতে হয় না। কেবল ডাউনলোড লিংকটুকু কপি করে দিলেই কাজ শেষ। এমনকি লিংকগ্র্যাবার অপশনটি অন থাকলে তাও করতে হয় না।
যারা IDM এর ফেক সিরিয়াল দেখে ত্যক্ত-বিরক্ত বা যারা ক্র্যাক করা সফটওয়্যার ব্যবহার না করে ফ্রি সফটওয়্যার ব্যবহার করতে চান তাদের জন্য এটা কাজের একটা সফটওয়্যার। IDM এর তুলনায় JDownloader এর ব্যবহার পদ্ধতি আর গ্রাফিক্যাল ইন্টারফেস একটু অন্যরকম। যেহেতু সবাই IDM ব্যবহার করে অভ্যস্ত তাই এর আউটলুক বা ব্যবহার একটু অন্যরকম লাগতে পারে। তাই এ কয়দিন ব্যবহার করে যা জানলাম তা লিখে ফেললাম। যারা IDM থেকে JDownloader এ Switch করতে চান তাদের অনেক ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে এই লেখা।
অসুবিধাঃ
১. অসুবিধার কথা বলতে গেলে প্রথমেই আসে গ্রাফিক্যাল ইন্টারফেসের কথা। এর গ্রাফিক্যাল ইন্টারফেস IDM এর চেয়ে একটু ভিন্ন। তবে একবার অভ্যস্ত হয়ে গেলেই হল।
২. IDM এর মত ফ্ল্যাশ ভিডিওগুলোর উপরে Download with IDM অপশন আসে না।
৩. এটা জাভা দিয়ে লেখা।
তাই প্রোগ্রাম শুরু হতে বেশ সময় লাগে।
৪. জাভা দিয়ে লেখা বলেই চালাতে JRE লাগে। এর অফলাইন ডাউনলোড লিংক।
৫. ফায়ারফক্স দিয়ে ব্যবহার করতে হলে আলাদা একটা এড-অন লাগে।
সুবিধাঃ
১. GNU লাইসেন্সের আওতাধীন সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার।
কিছুদিন পরে পরে ক্র্যাক করতে হবে না কিংবা ফেক সিরিয়ালের বিরক্তিকর এলার্ট দেখতে হবে না।
২. সফটওয়্যার রেসপন্স খুবই ভাল। এখন পর্যন্ত অনেক চেষ্টা করেও হ্যাং করাতে পারি নি।
৩. এতে বাইডিফল্ট HJSplit আর Unrar দেয়া আছে। কোন মুভিফাইলের জিপড বা পার্ট ডাউনলোড করলে নিজে নিজেই এক্সট্রাক্ট হয়ে জোড়া লেগে যাবে।
৩. লিংকগ্র্যাবার নামে একটা অসাধারণ অপশন আছে। লিংকগ্র্যাবার চালু অবস্থায় কোন লিংক কপি করলেই সেটা নিজে নিজেই JDownloader সেই লিংকের ফাইলটি চেক করে দেখবে অনলাইন আছে কিনা। অনেক সময়ই দেখা যায় অনেক ফাইল হোস্টিং থেকে ডিলিট হয়ে যায়। লিংকগ্র্যাবার থাকায় সেটা আলাদা ব্রাউজারে কপি করে চেক করার প্রয়োজন পড়ে না।
৪. এতে প্রায় সব ফাইল হোস্টিং সাইট এড-অন হিসেবে এড করা আছে।
এতে করে কোন লিংক ব্রাউজারে পেস্ট করে ডাউনলোড লিংকের জন্য অপেক্ষা করতে হবে না। কেবল লিংকটা লিংকগ্র্যাবারে কপি করে দিলেই হল। ফাইল অনলাইন থাকা থেকে শুরু করে অপেক্ষা করা এমনকি ক্যাপচা পর্যন্ত রিকগনাইজ করবে।
৫. এতে যদিও IDM এর মতন ইউটিউবের ভিডিও’র মতন Download with IDM অপশন আসে না, কিন্তু এর ক্ষেত্রে আপনার সেই পেজেই যাওয়ার প্রয়োজন নেই। ইউটিউব লিংকটি লিংকগ্র্যাবারে কপি করে দিলেই আর কিছু করতে হবে না।
আপনি যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটি ঠিক করে দিলেই হয়ে গেল। আর কিছু করতে হবে না।
৬. র্যাপিডশেয়ার ফাইল ডাউনলোডের ক্ষেত্রেও এটি অনেক সুবিধা দেয়। ফ্রি ইউজার ডাউনলোডের ক্ষেত্রে যে সময়টুকু অপেক্ষা করতে হয় সেটা সে নিজেই অপেক্ষা করে। ফলে ব্রাউজার খুলে অপেক্ষা করতে হয় না।
ফলে আলাদা করে Rapid Downloader বা এই জাতীয় সফটওয়্যার ব্যবহারের দরকার পড়ে না।
৭. এতে প্রায় সব ফাইল হোস্টিং এর প্রিমিয়াম একাউন্ট এড করা যায়। এতে করে প্রিমিয়াম ডাউনলোডের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়।
JDownloader ডাউনলোডঃ
JDownloader সাধারণত ডাউনলোড করতে হয় এখান থেকে। কিন্তু হোস্ট Hotfile হওয়াতে এখান থেকে ডাউনলোড করতে নানা ঝামেলা হয়।
সবচেয়ে ভাল এখান থেকে ডাউনলোড করলে। ডাউনলোড করে ইন্সটল করবার পরে Check for new updates কিংবা Alt+A প্রেস করে আপডেট করে নিতে হবে। আপডেটগুলো করে নেয়াই ভাল।
ফায়ারফক্সে ব্যবহারঃ
আগেই বলেছি ফায়ারফক্সে ব্যবহারের জন্য আলাদা একটা এড-অন লাগে। এড-অনটার নাম ফ্ল্যাশগট।
ফ্ল্যাশগট ইন্সটল করে ডাউনলোডার অপশনে JDownloader সিলেক্ট করে ওকে করে দিলেই প্রতিবার যেকোন ফাইল ডাউনলোডের সময় JDownloader দিয়ে ডাউনলোডের অপশন আসবে।
ক্রোমে ব্যবহারঃ
সম্ভব নয়।
এখন ধরা যাক মিডিয়াফায়ারের কোন ডাউনলোড লিংক যেমন- http://www.mediafire.com/?nmtrnyjtyzu এ থাকা ফাইলটি ডাউনলোড করা দরকার। লিংকটি কপি করে কোথাও পেস্ট না করে চলে যেতে হবে JDownloaderএর Linkgrabber ট্যাবে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলেই ফাইলটির সাইজ, হোস্ট এমনকি ফাইলটি অনলাইন আছে কিনা সেটিও জানা হয়ে যাবে।
ফাইলটি অনলাইন থেকে থাকলে কাজ বাকি রইল শুধু ডাউনলোড শুরু করে দেয়া। এতে করে যেসব সুবিধা পাওয়া গেল সেগুলো হচ্ছে লিংক পেস্ট করে পেজ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হল না, Your download is processing দেখে বসে থাকতে হল না। এমনকি অন্যান্য যেসব সাইটে (যেমন- megashare.com) মিনিটখানেক পর্যন্ত অপেক্ষা করতে হয় সেটাও দরকার নেই। ফাইলটি অনলাইন আছে কিনা লিংকগ্র্যাবার ট্যাবে চেক করে ডাউনলোড শুরু করার কমান্ড দিলেই হল। অপেক্ষা যা করার JDownloader করবে।
আলাদা করে কিছুই করতে হবে না।
কিছু ছোটখাট বিষয়ঃ
>> JDownloader স্টার্টআপে থাকে না। তাই প্রত্যেকবার পিসি চালু করার পরে ম্যানুয়ালি JDownloader চালু করতে হয়। তবে চাইলে স্টার্ট আপে এড করে নেয়া যায়। JDownloaderএর শর্টকাট আইকনটা Start>All programs>Start up এ নিয়ে ড্র্যাগ করে দিলেই হয়ে গেল।
>> এ তো গেল স্টার্টআপের কথা। চালু হবার পর শেষ না হওয়া ডাউনলোডগুলো চালু করতে প্লে বাটন কিংবা Alt+P প্রেস করলেও হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।