আমাদের কথা খুঁজে নিন

   

ডায়বেটিসে আক্রান্ত রোগীরা রোজা ভাঙতে পারবেন : ফতোয়া সাউদি মুফতির

বাঙালিত্ব

সাউদি আরবের প্রখ্যাত মুফতি আব্দুল আযীয আল শায়খ ডায়বেটিস আক্রান্ত রোগীদের এ বছর রোজা ভাঙার অনুমতি দিয়ে ফতোয়া দিয়েছেন। তিনি বলেন, "যেসব ডায়বেটিস আক্রান্ত রোগীর প্রচন্ড তৃষ্ণা, দুর্বলতা ও ব্লাড সুগার ওঠা-নামার কারণে রোযা রাখতে কষ্ট হয়, তারা রোজা ভাঙতে পারবেন। এবং সম্ভব হলে পরে কাযা করে নিবেন। তবে কাযা করাও সম্ভব না হলে প্রতিটি রোযার পরিবর্তে দেড় কেজি চাউল গরীব-মিসকিনকে দিয়ে দিবেন। " গত মঙ্গলবার কুয়েতি সংবাদপত্র ‘আনবা’ তে প্রকাশিত এ ফতোয়া পালিত হলে সাউদিতে এ বছর কয়েক মিলিয়ন মুসলিম রোজা ভাঙতে পারবেন।

চিকিৎসকদের পরিসংখ্যান অনুযায়ী সাউদিতে ডায়বেটিস আক্রান্ত রোগীর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ত্রিশ শতাংশ। ফলে, প্রায় ৬ মিলিয়ন মানুষ এ ফতোয়ার অন্তর্ভুক্ত হতে পারে। এ বছর রমজান মাস ইংরেজি আগষ্ট মাসে গিয়ে গড়াবে। ফলে উচ্চ তাপমাত্রার কারণে ডায়বেটিস রোগীদের ভোগান্তি চরম আকার ধারণ করতে পারে। উল্লেখ্য, ইতোপূর্বে সাউদি রয়াল কোর্টের চ্যান্সেলর শায়খ আব্দুল মুহসিন আবিকান একই রকম ফতোয়া প্রদানের জন্য কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছিলেন।

গত বছর রমজান মাসে সাউদির হায়েল ও কাস্যিম এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যায়। উপড়ন্তু বৈদ্যুতিক গোলযোগের কারণে লোকজন শীতল হাওয়ার খোঁজে গ্রাম ছেড়ে সপরিবারে দূরে চলে যেতে বাধ্য হয়। সে সময়ই শায়খ আবিকান রোজা ভাঙার এ অনুমতি প্রদান করেন। http://www.ibnewsonline.com/bangla/news/604

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।