আমাদের কথা খুঁজে নিন

   

কাদরীয়া লুঙ্গী, বহর ৫ হাত, রুহিতপুরী।

http://www.facebook.com/Kobitar.Khata
একটি সময় ছিল যখন লুঙ্গী কেনার পরে লুঙ্গির গায়ে লাগানো স্টিকার গুলোতে লুঙ্গী প্রস্তুতকারকদের ইয়া বড় বড় ছবি দেখে ভাবতাম তারা ছবি দেয় কেন? নিজে নিজেই উত্তর মেলানোর চেষ্টা করতাম। অনেক ভেবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে তারা সম্ভবত খুব একটা শিক্ষিত নয়, আর এই কারণে তারা লুঙ্গির গাছে নিজেদের ছবি দিয়ে আনন্দ পায় এবং গর্ববোধ করে এই ভেবে যে, আমাকে সারাদেশের মানুষ দেখছে। কিন্তু এখন সময় বদলেছে এবং ছবিও বলেছে। এখন সেই মালিকদের ছেলেরাই ব্যবসা পরিচালনা করছেন সুতরাং এখন তাদের ছেলেদের ছবিই লুঙ্গিতে পাওয়া যায়। রীতিমত স্যুট টাই পরা ছবি। কিন্তু ছবি তো তারাও দিচ্ছে। তারমানে কি আমার ধারণা ভুলছিল যে লুঙ্গির মালিকেরা অশিক্ষিত বলেই ছবি দেয়? তাদের এই সুট টাই পরা ছেলে গুলোকে তো দেখে অশিক্ষিত মনে হয় না। নাকি তাদের সাথে তাদের বাপের ব্যবধান শুধু স্যুট টাইতেই?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.