আমাদের কথা খুঁজে নিন

   

"আঁধারেরও কোলে, দিলেম তবে তুলে" - আলেয়ার শেষ আলো

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
রাতের রদ্দুরের ঝিলিমিলি রঙিন আলো আর ঝিরি ঝিরি বাতাসের হিম হিম পরশনে ক্লান্ত চোখ দুটো কেমন ঘুমিহীন হয়ে পড়ে। বাইরে অন্ধকারের বুক চিরে হু হু চিৎকার ঐ শুনি বারেবার; যেন, এখনি নামবে বৃষ্টি... বৃষ্টিতে ধুঁয়ে যাবে জীবনের সমস্ত উত্তাপ। চামড়ায় লেগে থাকা অবশিষ্ট ধুলোর মসৃন চুম্বনের দাগে ভেসে, হেসে হেসে ওঠে চন্দ্রিমার মধু সুবাস। বিশুদ্ধ বাতাসে ভর করে আসা বেলী ফুলের মাতাল গন্ধে একে একে ধরা দেয় মিথ্যের আশ্রয়ে থাকা পলাতক স্মৃতির সমস্ত কয়েদী। লাল নীল বাহারি ফুলের সমারোহে সাজানো হয় তাদের প্রাত্যহিক মৃত্যুমঞ্চ। ক্লান্তির পাতা ঝরা উঠোনে ঘুমের কবর খোঁড়াখুড়িতে ব্যস্ত উদভ্রান্ত পথিকের খুনসুটিতে, সফেদ পাথরের পিঠে ধরা পড়ে নিশ্চিত পরাজয়ের উল্লসিত মুখচ্ছবি। স্বপ্নিল বনান্তে উদাসী হৃদয় হারিয়ে যায় নিশ্চিন্ত প্রশান্তির প্রত্যাশায়। যৌবনের বন্দরে তীব্র কাঁপন জাগায় হতাশার অবিশ্বাসী উচ্ছ্বাস। প্রতিক্ষীত ভোরের সুদূর যাত্রায় জীবন ঘড়িতে বেঁজে ওঠে অনিশ্চিত অপমৃত্যু ঘন্টা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.