গভীর রাতে ব্যালকনিতে দাঁড়ালেই-
নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয়।
মানুষ সব সময় ভালো এবং সুন্দর খোঁজে,
জৌলুস দিয়ে সময় কাটানো যায় কিন্তু
জীবন কাটে না।
তোমার কথা ভাবলেই আমার বুকের ভেতর
আর অন্য কিছু টের পাই না।
তোমার কথা ভেবে ভেবে জীবনকে-
অপূর্ব আস্বাধে মাতিয়ে তুলি। মনে হয়-
আর কিছু চাওয়ার নেই-পাওয়ার নেই !
আমি অচল ও সেকেলে মানুষ'ই থেকে গেলাম।
একদিন দুপুরবেলা কি বষ্টি...হিমি দাঁড়িয়ে আছে-
চারুকলার বারান্দায় নির্জন বিকেলে একা!
বৃষ্টি পড়ে নরম সবুজ ঘাসে,নীল রঙের জারুল ফুলে,
আর আমার হিমির চোখে মুখে!
আমি অনভিজ্ঞ,জীবনের কতটুকু জেনেছি?
হিমির আকস্মিক কান্না বা হাসির মর্ম
বিশেষ কিছুই বুঝি না।
হঠাৎ মুখ তুলে তাকাই আকাশের দিকে
আমি সন্ধান পাই না অসীম আকাশের।
দুপুরবেলা যদি কখনো ঘুমিয়ে পড়ি,
ঘুম ভাঙ্গলেই কী যে চাপ চাপ কষ্ট !
ভালোবাসলেই কি অপমান আর অবহেলা করা যায়?
গভীর বেদনায় দুমড়ে যাচ্ছে আমার হৃৎপিন্ড।
অজস্র দুঃখ আর অপমানের গল্প শুনলেই
যদি ফিরে আসতো অপার শান্তি ।
অসীন এই নীল আকাশেই মানুষের কষ্ট!
সেই অসীম দূরত্বেই মানুষ তাই একদিন হারিয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।