চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
নির্বাচিত প্রেসিডেন্ট মোরসী এখন জেলে, আর একনায়ক মোবারক জেলের বাইরে।
হোসনী মোবারক, একজন স্বৈরশাসক, যিনি কয়েক যুগ ধরে মিশরকে একনায়কত্বের যাতাকলে নিষ্পেষিত করেছেন, যার অবৈধ সম্পদের পরিমান অনেকের মতে ৫২ বিলিয়ন ডলার। একটি খুনি দেশ ইসরায়েলকে নাম মাত্র দামে গ্যাস সরবরাহ করা ছাড়াও মসনদ টিকিয়ে রাখতে পশ্চিমাদের তুষ্ট করার জন্য অনেক অপকর্ম করেছেন তা বলাই বাহুল্য। আরব বসন্তের সূচনায় তার হাতে নিহত হয়েছে অনেক বিপ্লবীও।
মোরসী, একজন নির্বাচিত প্রেসিডেন্ট, মিসরীয়রা যাকে নির্বাচিত করেছে অবাধ নির্বাচনের মাধ্যমে।
ধর্মবিদ্বেষের কারনে সেক্যুলারা একজন খুনী ডাকাতকেও সমর্থনে তারা কুন্ঠাবোধ করেনা।
আমাদের দেশেও এরা স্বক্রীয়, জনগনকে তথাকথিত ইসলামী জংগীবাদ থেকে বাচানোর তাগিদে।
সেক্যুলারদের এই দায়বদ্বতার (জাতির কাছে!) পিছনে তাদের কি কোন স্বার্থপরতা আছে, আছে কোন হিডেন এজেন্ডা?
তাদের টার্গেট নতুন প্রজন্ম।
অতএব খুব বেশী দেরী না হয়ে যায়, এরা জাতীর জন্য বড় কোন অমন্গল ডেকে নিয়ে আসার ব্যপারে সবার সজাগ হয়ে উঠার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।