আমাদের কথা খুঁজে নিন

   

World Cup এর পাঁচজন Winner এবং Loser

একজন নগন্য মানব।

যারা বেশী লাভবান হয়েছেনঃ ওজিলঃ তাকে ডাকা হয় জার্মানির মেসি বলে। এর আগে ম্যারাডোনা তাকে বলবয় বলে সম্বোধন করলেও, এবার বিশ্বকাপে বল পেয়ে তিনি তার নৈপূন্য ভালই দেখিয়েছেন। আজকের জার্মানি বনাম আর্জেন্টিনার খেলায় তার পারদর্শীতা দেখার অপেক্ষায় আছেন অনেকেই। মেসিঃ মেসি সর্বকালের সেরা তা নিয়ে বিতর্ক পুরানো, কিন্ত এবারের বিশ্বকাপে সেই বিতর্কের শেষ দেখা যাচ্ছে।

ইতিমধ্যে অনেক গ্রেটরাও তাকে সেরা বলে স্বীকার করে নিয়েছেন। তার উপর ভর করেই আর্জেন্টিনা এতদূর এসেছে। তিনি নিজে গোলে সবচেয়ে বেশি সট নিয়েছেন এবং তাকে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডাররা ব্যস্ত থাকায় তার সুবিধা পেয়েছেন অন্য স্ট্রাইকাররা। একারনে বলা যায় আর্জেন্টিনার প্রায় সব গোলের পেছনেই তার হাত আছে। এলানোঃ ব্রাজিলের এলানোর খেলার মধ্য অনেকে রবার্তো কার্লোসের ছায়া খুজে পান।

এবারের বিশ্বকাপে তার পারফর্মেন্স বড়বড় ক্লাবের নজর কেড়েছে এবং আশা করা যাচ্ছে যে তিনি ভাল অফার পেতে যাচ্ছেন। ফোরলানঃ বলা যায় যে তিনি একাই উরুগুয়েকে এতদুর নিয়ে এসেছেন। তার দেয়া গোলগুলো সবার প্রশংসা কেড়েছে এবং তার দেশ অবশেষে সেমিতে খেলছে। আলেক্সিস সানচেসঃ উদানিস ক্লাবে খেলা এই চিলিয়ান সবার নজর কেড়েছেন। তার কাছে এখন বড়বড় তিনটি ক্লাব থেকে অফার আসতে পারে।

(বোনাস) রিবেরিঃ দলের হয়ে যতই খারাপ খেলুন না কেন, বিশ্বকাপের আগেই ভাল অঙ্কের চুক্তি করে আসায় তার প্রফেশনাল ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে না। যারা ক্ষতিগ্রস্থ হয়েছেনঃ ডেভিড ভিলাঃ অবাক হচ্ছেন? এর কারন তিনি বিশ্বকাপে খেলতে আসার আগেই ক্লাবের সাথে চুক্তি করে এসেছেন যা তিনি বিশ্বকাপের পরে করলে ২০-৩০ মিলিয়ন ইউরো বেশী দরেই পেতে পারতেন। গ্রিনঃ ইংল্যান্ডের এই গোলকীপার বল হাত ফস্কে ফেলার পর থেকেই ইংল্যান্ড কেমন মানসিকভাবে পিছিয়ে পড়ে। তার পর থেকে দেশে তার দাম কমে গেছে। থিয়েরি অরিঃ যদিও তিনি পুরো সময় খেলার সুযোগ পান নি, তার পরেও খেলে নামের সুবিচার করেন নি।

তার উপর বিদ্রোহে উস্কানি দেয়ার গুজবের পর তার ব্যপক সন্মানহানী হয়। বর্তমানে তিনি ফ্রি ট্রান্সফার হবার অপেক্ষায় আছেন। (এখন জানলাম তিনি USA র বেইললেস লিগে খেলতে জাচ্ছেন) কাকাঃ ব্রাজিল কোয়ার্টার ফাইনালে খেললেও তিনি আশানুরূপ খেলেননি। গোল পান নি আবার তার উপর হলুদ কার্ড খেয়ে নিজের ক্লিন ইমেজ নষ্ট করেছেন। উত্তর কোরিয়ান দলঃ তাদের নাকি কয়লার খনিতে কাজ করতে পাঠানো হতে পারে।

বুঝুন ঠেলা। (বোনাস) রোনাল্ডোঃ আপনারা প্রশ্ন করতে পারেন যে তিনি আদৌ কি কিছু করেছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।