আমাদের কথা খুঁজে নিন

   

লস প্রজেক্ট

ভাতের মজা কিছুতেই পাই না।

আমাদের কাজের বুয়ার ছেলেটা দুষ্টুর শিরোমনি লঙ্কার রাজা, সবাই কে দেখিয়ে দেখিয়ে খায় চানাচুর ভাঁজা! মায়ের সাথে প্রত্যেকদিন সকাল বেলা আমাদের এখানে আসে। এমন কোন দুষ্টুমি নেই যা ও করতে পারে না। আমাদের পড়ার টেবিলে বসে এটা ওটা নাড়াচাড়া করে। ধমক দিলেও শুনে না।

উপরন্তু বুয়া রেগে যায়! বুয়ার কাছে ওর দুষ্টুমি কোন দুষ্টুমি ই নয়। আমি কতদিন বুয়াকে বলেছি ওকে বাসায় রেখে আসতে। জবাবে বুয়া বলে তাহলে আপনাদের এখানে আর কাজই করব না। ও মোর জ্বালা! মাঝে মধ্যে ওকে দিয়ে টুকটাক বাজার করাই। এই যেমন ডিম, আলু, কাঁচা মরিচ ইত্যাদি।

পরিমাণের চেয়ে বেশি টাকা দিলে আর ফেরত দেয় না। জিজ্ঞেস করলে বলে চকলেট খাইয়্যা ফালাইচি। আজকে সকালে বুয়া খিচুড়ি রান্না করেছে কিন্তু সাথে খাওয়ার জন্য আর কিছুই রাঁধেনি। মেজাজ একবার বিলা। তার উপর বুয়ার দুষ্টটা রূমে ঢুকে লাফালাফি শুরু করে দিয়েছে।

জোরে একটা ধমক দিলাম। কোন ভাবান্তর নেই। দাঁত কেলিয়ে হাসে। ত্রিশ টাকা দিয়ে বললাম এক কেজি আলু আর দুইটা ডিম নিয়ে আসবি। আর বাকি টাকা যা থাকে তা ফেরত দিবি।

আচ্ছা! বলে এক দৌড়ে দোকানে চলে গেল। কিছুক্ষন পর আবার ভোঁ দৌড়ে ফিরে এল। বলল, ভাইয়া আনছি। আমি বললাম তোর মা’র কাছে দে আর বাকি টাকা ফেরত দে। বলল দোকানদার কোন টাকা ফেরত দেয়নি।

কিছুক্ষন পর বুয়া ডেকে বলল ডিম ভাঁজা হয়ে গেছে। আমি রান্নাঘরে গেলাম ডিম ভাঁজা আর খিঁচুড়ি আনার জন্য। বুয়ার ছেলেটা ও আমার পেছন পেছন গেল। আমি প্লেটে খাবার নিচ্ছি তখন ও বলতে লাগল “আমি তোমাকে ডিম এনে দিলাম আর তুমি আমাকে খেতে দিবু না!!” মনে মনে ভাবলাম, শালা! ওকে দিয়ে কোন কাজ করানো মানেই পুরোটা লস প্রজেক্ট! বুয়াকে বললাম ওকে ও একটা ডিম ভেঁজে খিঁচুড়ি খেতে দিন। বুয়া অত্যন্ত খুশি মনে ডিম ভাঙ্গতে শুরু করে দিল।

যেন তৈরী হয়েই ছিল। কিছুক্ষন পর গিয়ে দেখলাম রান্নাঘরে বসে খাচ্ছে। কয়েকটা ছবি তুললাম মোবাইল ক্যামেরা দিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।