আমাদের কথা খুঁজে নিন

   

ম. খা. আলমগীরের প্রার্থিতা বাতিলে হাইকোর্টের রায় বহাল: ৯০ দিনের মধ্যে চাঁদপুর-১ আসনে পুন:নির্বাচন: ছহুল

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক

ঢাকা, ১৫ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): নির্বাচন কমিশন কর্তৃক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরের প্রার্থিতা বাতিল বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ফজলুল করিমের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মহিউদ্দিন খান আলমগীরের লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। আদালতের এ রায়ের ফলে মহিউদ্দিন খান আলমগীরের সংসদ সদস্য পদ বাতিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী এডভোকেট মাহমুদুল ইসলাম। ম. খা আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ। ভোলা-৩ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীনের সদস্য পদ বাতিলের পর আওয়ামী লীগের দ্বিতীয় সংসদ সদস্যের সদস্য পদ বাতিল হতে যাচ্ছে।

উল্লেখ্য, সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অফিযোগে মহিউদ্দিন খান আলমগীর ১৩ বছর সাজাপ্রাপ্ত হন। এর ফলে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় চাঁদপুরের রিটার্নিং অফিসার তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে। রিটানিং অফিসারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীর হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। ২০০৮ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে ম. খা. আলমগীরের রিট খারিজ করে দেয়। কিন্তু হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করলে চেম্বার জজ ২০০৮ সালের ১৮ ডিসেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে দেয়।

ওই সুযোগে নির্বাচনে অংশ নিয়ে মহিউদ্দিন খান আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালে চেম্বার জজ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল হয়। আপিল বিভাগের শুনানি শেষে ম. খা. আলমগীরের আপিল খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখে। নির্বাচন কমিশনের আইনজীবী এডভোকেট প্রবীর নিয়োগী সাংবাদিকদের জানান, আজ আপিল বিভাগ মহিউদ্দিন খান আলমগীরের আপিল খারিজ করে দিয়ে রিটার্নিং অফিসারের দেয়া সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেছে। এ রায়ের ফলে এ আসন শূন্য হবে এবং ওই আসনে উপ-নির্বাচন হবে।

দুদকের মামলায় ম. খা. আলমগীরের ১৩ বছরের সাজা হাইকোর্ট কিছুদিন আগে অবৈধ ঘোষণা করে। তবে নির্বাচনের সময় তিনি সাজাপ্রাপ্ত হওয়ায় আপিল বিভাগ ওই সময়ের গ্রাউন্ড গ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি উপ-নির্বাচনে অংশ নিতে পারবেন। (শীর্ষ নিউজ ডটকম/এসআর/১৩.৫০ঘ.) ঢাকা, ১৫ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর চাঁদপুর-১ আসনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হুসাইন। তিনি বলেন, রায়ে কোন নির্দেশনা না থাকলে আসনটি শূন্য ঘোষণা করে ৯০ দিনের মধ্যে পুন:নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার আপিল বিভাগে সরকার দলীয় সংসদ সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীরের মনোনয়ন সংক্রান্ত লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখার পর কমিশন কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, মহিউদ্দিন খান অলমগীর যেদিন মনোনয়নপত্র দাখিল করেছিলেন সেদিন তিনি দণ্ডপ্রাপ্ত ছিলেন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে উপ-নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন বলেও জানান নির্বাচন কমিশনার ছহুল হুসাইন। (শীর্ষ নিউজ ডটকম/ এসইউ/ জেইউ/এমএইচ/ ১৫.৫৫ ঘ.)



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।