আমাদের কথা খুঁজে নিন

   

ভাদাকারেরা বদনা লইয়া রেডি থাহেন, দুনিয়ার সবচে বেশী গরীব থাকে আপনাগো ভারতবর্ষে। পেটে মোচরানির রিস্ক আমার না।



আগেই কইছি, এই কথা শুইনা ভাদাকারগো পেটে মোচরানি দিবার পারে, তবে ইহার রিক্স আমি লমুনা। কারণ, ইহা বিবিসি 'র একখান মিথ্যা অপপ্রচার মাত্র। এইখানে দেখলাম গরীবের গরীব মহাদেশ, সারা আফ্রিকা মিলাইলেও নাকি এত দরিদ্র আর ক্ষুধার্ত মানুষ নাই যত আছে আমাদের পেয়ারের ভারতবর্ষে!!! ভারতের জনসংখ্যা বেশী, তাই বইলা মাত্র ৪/৫ টা রাজ্যেই ৪২১ মিলিয়ন মানুষ দরিদ্র আর ক্ষুধার্ত থাকবে??! ধারণা ছিলনা। বিহার, উত্তর প্রদেশ আর পশ্চিম বঙ্গ সহ ৪/৫ টা পূবান্ঞলীয় রাজ্যেই এই ৪২১ মিলিয়ন দরিদ্র মানুষের বাস, যেখানে টোটাল আফ্রিকা মহাদেশে আছে ৪১০ মিলিয়ন। টোটাল ভারতের কথা আর কি বলব? প্রতিবেশী দেশের উপর দাদাগিরি করতে করতে আর এটম বোমা, মিজাইলের পিছে দৌড়াইতে গিয়া কখন যে আমাদের পেয়ারের ভারতবর্ষের পড়নের হাফপেন্ট খুইলা গেছে তার আর হুশ নাই। কয়দিন বাদে সাবেক সোভিয়েত ইউনিয়নের মত এটম বোমা আর মিজাইল ছাড়া ভারতবর্ষে খাওনের জইন্য কিছু থাকবনা। প্রিয় ভাদাকার দাদারা এখনি লঙ্গরখানা কমিটি কইরা সেচ্ছাসেবী হিসেবে মাঠে নাইম্যা যাইতে পারেন। নয়তো ৩৩ কোটি দুয়ারে আর্শীবাদের জন্য দৌড়াইয়াও কোন ফায়দা হইবনা। সূত্রঃ বিবিসি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।