স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......
গত ৭ তারিখ বিকালে মতিঝিল থেকে বিকল্প পরিবহন করে ফার্মগেট যাচ্ছিলাম। ফার্মগেটে বাস এসে দাড়ালো, আমিসহ আরো প্রায় ৭/৮ জন গাড়ি থেকে নামলাম। আমি নেমেই সোজা সিজান পয়েন্টের দিকে যাচ্ছিলাম। জায়গাটা ছিল প্রচুর ভিড়। কারন তখন অফিস ছুটি হয়েছিল।
হটাৎ আমার পিছন দিয়ে একটা লোক ধাক্কা দিল। আমি পিছনে তাকাতেই লোকটা দ্রুত চলে যাচ্ছে। আমি আমার পিছনের পকেটে রাখা মানিব্যাগে হাত দিলাম দেখি যে মানিব্যাগ নাই। পরে পকেটমার বলে জোরে একটা চিৎকার দিলাম। এবং দোড়ে গিয়ে ২/৩ জনের সহয়তায় পকেটমারটাকে ধরলাম।
আমার মানিব্যাগটা তার কাছ থেকে নিয়ে ২/৩ টা চড় দিয়ে দিলাম। এমন সময় দেখি পকেটমারটাকে ৫/৬ জনে ধরে উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে। আমি অনেক বুঝিয়েও তাকে রক্ষা করতে পারলাম না। মনে হয় যেন আমি সেই ঘটনার কেউই না। পকেটমারটাকে একেবারে লাশের মত বানিয়ে ফেলেছে।
অবশ্য জীবনটা রক্ষা পেয়েছে ২টা সার্জেন্টের কারনে।
পরে পরিবেশ টা শান্ত হলে আমি আবার সেজান পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আর যেতে যেতে ভাবলাম আমার মানিব্যাগেতো একটা টাকাও ছিল না ছিল শুধু কয়েকটা জরুরি কাগজ আর ভিজিটিং কার্ড। কারন আমি কখনো রাস্তায় নামলে মানিব্যাগে টাকা রাখি না। টাকা রাখি সামনের পকেটে বা নিরাপদ কোন জয়গায়।
পরে অবশ্য পকেটমারটার জন্য মায়া লাগলো। কি আর করা পাবলিক তো আর আমার কথা শুনে না। আমি ভাবলাম কয়েকটা চড় মেরে বুঝিয়ে ছেড়ে দেব। কিন্তু পাবলিক?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।