হ ম বৃরহস্ ৃ নডৃজটহাজদ মহসি
এক এক করে কাকটা গেল,
বিড়াল মটু চিকন গেল,
কুকুরটা যে পাহাড়া দিতো সেটাও গেল,
আমিতো ছিলাম,
তার কানটা ছিলে নিল,
এ ছাড়া তোর আর কিবা ছিল!
বাবু যে ছিল?
তোর সপ্ন ভাংতে এলো
তার পরেতে তোকে এমন ফাকি দিলো
তোর পৃথিবি ঘুরিয়ে দিল।
বুঝলিনাতো কিছু......
তবু সব ফেলে তুই ছুটলি তারই পিছু।
বাকি তোর আর
যা যা আছে-কিবা আছে!
সাবধানেতে রাখিস তাকে
ঐ মোহতে হারাসনে তুই
বাদ বাকি সব কিছু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।