যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
বিশ্বকাপ শেষ হয়েছে । সারা বিশ্ব ফুটবল নিয়ে এই ১ মাস মেতে ছিল। আমাদের দেশ ও কম যায় না। ফুটবল এর উন্মাদনা ও কম নই এই দেশ এ। এতই উন্মাদনা যে ছাত্ররা বিশ্ববিদ্যালয় বন্ধ করার জন্য আন্দোলন করেছে, মারামারি করেছে !!! আবার প্রিয় দল হারাতে কেউ মন খারাপ করেছে কেউ কেউ আবার মারামারি তেও লিপ্ত হয়েছে।
!! সত্যি অবাক করা বেপার। কথায় আছে আমরা নাকি ফুটবলটা একটু বেশি বুঝি । অন্য কোন দেশ এ ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও আমাদের মত হয়ত এতটা নাই............
বাংলাদেশ ফুটবল ফেডারেশন অথবা জাতীয় ফুটবল দলের কোন খেলোয়ার যদি ব্লগ ব্যবহার করে থাকেন তাহলে তাদের উদ্দেশেই আমার এই লেখা। অনেকদিন ধরেই এই বিশয়ে লিখব । আশায় ছিলাম।
আজকে সুজগ পেয়ে গেলাম।
আমরা কত আর পিছিয়ে থাকব বলেন? যেখানে ভারত খেলার সুযোগ পেয়েও খেলে নাই খালি পায়ে খেলতে দিবে না বলে । হা এটাই সত্য। ভারত সহ আর ৩টা দল খলে নাই -
• ঘানা
• স্পেন
• তুরস্ক
কিন্তু আমরা এখনও অতলেই পড়ে আছি। আমরা আশা করি একদিন আমরাও বিশ্বকাপ খেলব।
কিন্তু কবে??? অপেক্ষার পালা কিন্তু একটু বেশিই হয়ে যাচ্ছে । তাই না???
এখনি সময় ফুটবল এর দিকটা কে ঢেলে সাজানোর। ভাল ভাল খেলোয়ারদের সুযোগ দিয়ে, লীগ খেলাগুলোর প্রচার বাড়িয়ে, মানুষদের মধ্যে বাংলাদেশের ফুটবল প্রেম কে জাগ্রত করে এবং ফেডারেশন কে শক্তিশালী করে আমরাও এগিয়ে যেতে পারি। প্রয়োজন একটু ইচ্ছার আর তার সঠিক বাস্তবায়ন। বিশ্ব এর দরবার এ আমাদের দেশকে মাথা উচু করে দাড়াতে চাইলে এর কোন বিকল্প নাই।
আমরা যাতে বিশ্বকাপ এর বাচাই পার করে জেতে পারি সেই চেস্টা করে যেতে থাকি। আমাদের পরবর্তী প্রজন্ম এর কাছে আমরা একটা সুন্দর ভবিষ্যত রেখে যেতে পারি যদি এই কাজটা করে যেতে পারি। আমাদের সরকার ও এ বেপারে এগিয়ে আসতে পারেন। ভাল ভাল খেলোয়ারদের বের করে আনতে পারে লীগ খেলাগুলো থেকে। প্রয়োজনে দেশের আনচে কানাচে যত প্রতিভাবান খেলোয়ার আছে তাদের কে আরও সুযোগ করে দিয়ে হলেও এটা করা জরুরি।
কিছু দিন আগে বাংলাদেশ জাতিও দল থেকে অবসর নেয়া জ়য়, উনিও আশা করেন একদিন বাংলাদেশ দল ও বিশ্বকাপ খেলবে । জয় এর সময় এ হয় নাই কিন্তু উনি পরের প্রজন্মের কাছে এই দাবি রেখে গিয়েছেন । এটা এখন শুধু জয় এর দাবি না এটা এখন ১৬ কোটি মানুষের দাবি ।
বাংলাদেশ দল বিশ্বকাপ এ খেলবে আর প্রতিটা বাড়ীর ছাদে ছাদে উড়বে আমাদের দেশের পতাকা। তখন আমরা মিলেমিশে সবাই দোয়া করব বাংলাদেশ যাতে ভাল খেলে ।
কোন শ্রেণী বা আলাদা দলে বিভক্ত না হয়ে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।