আমার নাম হিতুনা.। বডটজস না!! আমার বানান অনেক ভূল হয়। বুঝে নিয়ে পড়বেন। ধইন্যা পাতা।
জানি বড্ড দেরি হল লিখতে।
আসলে আমি , আমরা সবাই কেমন যেন পাথর মানব বণে যাচ্ছি দিনকে দিন।
গতকাল রাতে বরফ মাখা জল বলল-" হিতুনা আজ মনে করিয়ে দিও..তোমাকে একটা জিনিস দেখাব। " আমি উৎসাহ দেখাইনি..ভেবেছিলাম রোজকার মত আজো কোন এনিমেশন ফিল্ম এনেছে বুঝি। রাতে খুব অনিচ্ছাভরে বললাম...দেখাও দেখি ..। ল্যাপটপটা খুলে কালেরকন্ঠ পত্রিকার ধারাবাহিক ভাবে ছাপানো রীতার ডায়েরীর ৪টে পাতা দেখালো সে আমায়।
কি দূর্বিসহ একটা জীবন!!! এতটা কষ্ট!!
তাহলে কি প্রেমের বিয়ে সব ভুল?? আজকেও ৫ম পাতাটা পড়লাম। নিজের অজান্তেই চোখ বেয়ে পড়ল কয়েক ফোটা জল। এই জল কি দেখছে রীতা, পাবন, পায়েল??
পত্রিকার মন্তব্য অংশে দেখলাম একজন বিশিষ্ঠ নাগরিক ধিক্কার দিয়েছে তাদের। বলেছে এ কাল , ওকাল সব নাকি হারালো তারা। আমার প্রশ্ন তিনি কি ঈশ্বর?? আমার স্পষ্ট ধারনা এই ভদ্রলোকও আরেক রাশেদ!! নতুবা দালাল..।
জানিনা..!!
আচ্ছা চারিদিকে কি হচ্ছে?? অনেকে বলছেন এগুলো হিন্দি সিরিয়ালের ফলাফল...। হতে পারে। কিন্তু এর মধ্যে দিয়ে কি আমরা পারিবারিক অনুশাসনের দূর্বলতা কে এক প্রকার ঢাকা দেবার চেষ্ঠা করছিনা?? নাকি আসলে এগুলো আমাদের আধুনিকাতার প্রতীক?? যেমনটি রাশেদের বাবা বলেছেন...."ছেলে মানুষের একটু আকটু এরকম থাকতে পারে, এটা দোষের কিছুনা"!!বাহঃ!! আদর্শ পিতা!!
রীতা আত্মহত্যা করেছে সন্তান সহ! নিঃশ্চই ঠিক হ্য়নি..। কিন্তু বেচে থাকা রীতা কি শহস্রাব্দের ম্ৃত গলিত লাশ ছিলনা?? আত্মহত্যার পর শুধু তার দেহান্তর গটেছে..রূপান্তর নয়!! মুক্তির মধ্য দিয়ে কমসে কম পাপিগুলোর চেহারা সমাজের সামনে এসেছে!!আমরা অন্তত তাদের শাস্তির প্রতীক্ষা তো করতে পারছি!!!
রীতা, পাবন, পায়েলের জন্য সমবেদনা!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।