জুম্মার নামাযের আগে ইমাম সাহেব ধর্ম বিষয়ে বিভিন্ন অলোচনা করে থাকেন, এটা আমরা সবাই জানি ।
বেশ কিছুদিন আগের কথা ।
আমি তখন গ্রীষ্মের ছুটিতে বাসায় ।
সপ্তাহে ১ দিন নামায পড়া নামাজী আমি!
তাও লেট লতিফ!
নামায শুরুর ১০মিনিট আগে যাই ।
কিন্তু ঘটনা যে জুম্মাবারের বলছি, কোন এক বিচিত্র কারণে সেদিন বেশ তাড়াতাড়ি মসজিদে গেছি ।
ইমাম সাহেব বিভিন্ন ধর্ম উপদেশ দিচ্ছেন ।
বর্তমান জামানা বহুত খারাপ ।
আমাদের বয়সী ছেলে-পেলে সব বখে গেছে ।
মেয়েদেরকে নিয়া অলটাইম গবেষনা করি !
মাথায় শুধু নষ্ট চিন্তা ঘোরে!
এই সব আলোচনা শুনে আমার বয়সী ছেলে-পেলের আশে-পাশে বসা আংকেলরা আমাদের দিকে ক্যামন করে যেন তাকাচ্ছে!
আমি তো লজ্জায় শ্যাষ!
হঠাৎ ইমাম সাহেব গর্জে উঠলেন ।
এই যুগের মানুষ কত্ত খারাপ হয়ে গেছে দেখছেন ।
আপনারা কোনদিন কি কেউ শুনছেন, একটা পুরুষ কুত্তা আরেকটা পুরুষ কুত্তার সাথে সেক্স করছে ?!
কিন্তু এখন পুরুষ মানুষ আরেকটা পুরুষ মানুষের সাথে সেক্স করতেও দ্বিধা করে না!
সবাই বলেন নাউযুবিল্লাহ!
ইমাম সাহেবের "খারাপ মানুষের" উদাহরন শুনে আমরা সবাই মাথা নিচু করে হিক হিক করতে লাগলাম!
কথা কিন্তু সত্য ।
দেড় বছরের বাচ্চা মেয়ে ধর্ষনের স্বীকার হয়!
বাবা-মায়ের পরকীয়ার বলি হয় ছোট বাচ্চা!
বিবাহ বহির্ভুত সম্পর্কের বাইরে, অবৈধ সম্পর্ক তো এখন অহরহ ঘটছে চারপাশে ।
সন্তানের হাতে খুন হয় বাবা-মা !
পারিবারিক নৈতিক শিক্ষা গেল কই ?
আমরা সৃষ্টির সেরা জীব হয়ে নিজেদেরকে কোথায় নামাচ্ছি ??
https://www.facebook.com/mdhumayun.biddut
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।