৪র্থ টি ৩য় টি
২য় টি ১ম টি
১. একটি চার্চ পরিচালিত স্কুলে বড়দিনে বাচ্চাদের বিভিন্ন খাবার বিতরণ করা হচ্ছে। সব বাচ্চারা লাইন দিয়ে নিচ্ছে। একটি বড় ঝুড়িতে আপলে ভর্তি। ঝুড়িটির পার্শ্বে লেখা "একটির বেশী নেবে না, ঈশ্বর সব দেখছেন"। একটি ছেলে চকলেটের ঝুড়ি থেকে সব চকলেট নিয়ে পাশে লিখে দিল,"ঈশ্বর আপেলের ঝুড়ি দেখছে, চকলেট গুলো আমি দেখছি"।
২. ক. শিক্ষক : আমাকে একটি বাক্য বল যা I দিয়ে শুরু হয়।
ছাত্র : I is the..
শিক্ষক : থামো। I এর পরে কখনো is বসাবে না। সবসময় am বসাবে।
ছাত্র : I am the ninth letter of the alphabet.
খ. শিক্ষক : তুমি যদি মাছ খাও তবে কি উপকার হবে ?
ছাত্র : আমার চোখের উপকার হবে।
শিক্ষক : আর যদি না খাও ?
ছাত্র : মাছের উপকার হবে।
৩. নাস্তিক মিস. জিনিয়া মানুষের উদ্ভব নিয়ে বিজ্ঞানের আলোকে আলোচনা করছেন।
একটি ছাত্র দাড়িয়ে বললো, কিন্তু মানুষ তো ঈশ্বর সৃষ্টি করেছেন।
- তুমি কি ঈশ্বর কে দেখেছ ?
- না।
- তা হলে যা নেই তা নিয়ে বেশী কথা না বলে চুপ করে বসে থাকো।
আমি আমার বুদ্ধিজ্ঞান দিয়ে কথা বলি।
ছাত্রটি তখন তার পাশের বন্ধুটিকে বললো, তুমি কি মিস. জিনিয়ার বুদ্ধিজ্ঞান দেখেছ ?
বন্ধুটি বললো, না তো।
- তা হলে তাকে নিয়ে আমার খারাপ লাগছে।
৪. শিক্ষক ছাত্রদের একটি স্কুল টেস্ট এর খাতা পরীক্ষা করছেন। একটি খাতায় একটি ১০০ টাকার নোট দেখলেন এবং শেষের পাতায় লেখা প্রতি নাম্বারের জন্য ১ টাকা।
খাতা গুলো ছাত্রদের মাঝে ফেরত আসার পর খাতাটির লেখক ছাত্রটি খাতা খুলে দেখলে তাতে ৬৮ টাকা আছে এবং তার লেখার শেষে শিক্ষক লেখে দিয়েছেন "বাকিটা ফেরত"।
৫. শিক্ষক- জনি বলতো, গাছের ডালে ৪টি পাখি বসে আছে, তুমি একটিকে গুলি করে মারলে, তাহলে আর কটা থাকবে ?
জনি- একটাও না।
- কেন ?
- বাকিগুলো উড়ে যাবে।
- না। আর তিনটি থাকবে।
তবে আমি তোমার চিন্তা করার ধরণ পছন্দ করেছি।
আরেক দিন শিক্ষক জিজ্ঞাসা বললেন, আচ্ছা জনি বলতো তিন জন মহিলা মধ্যে একজন আইসক্রীম চেটে খাচ্ছেন, একজন ভেঙ্গে খাচ্ছেন, আরেক জন হাতে নিয়ে বসে আছেন। এদের মধ্যে কে বিবাহিত ?
- যে চেটে খাচ্ছেন।
- না। যার হাতে আংটি আছে।
তবে তোমার চিন্তা ধারা সত্যিই প্রশংসনীয়।
৪র্থ টি ৩য় টি ২য় টি ১ম টি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।