আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে ক্যাসিয়াস মামার পলকে সাহায্য

কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমিই কি বুঝি তার কিছু

যারা ধর্ম বা পৈরনিক কথা বিশ্বাষ করে না, তারা কনো ভাবে অক্টপাস পল বেচারাকে মেনে নিতে পারতো না । অবুঝ প্রাণী বেচারা তার কি আর করা জোর করে তো আর সে কাউরে তাকে ভালো লাগাতে পারে না। আর সে অবুঝ তাই তো না বুঝে একের পর এক মন্তব্য করে গেছে আর যা বলেছে সব সত্যই তো বলেছে এ পর্যন্ত। বিঞ্জান যা বলে তা যারা অন্ধভাবে বিশ্বাষ করে তারা আজ অনেক আশা করে ছিলো পলের কথা মিথ্যা প্রমাণিত হবে বলে, কিন্তু............... আপনারা বলেন আমি আর কিছু বলবো না ..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।