আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় ভুভুজেলা.......


২০১০ বিশ্বকাপ সোমালিয়ান গায়ক কে'নান কে যেমন বিখ্যাত করেছে, তেমনি বিখ্যাত করেছে "ভুভুজেলা" কে। আফ্রিকার এই বিশেষ বাঁশি গত ১ মাস ধরে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে তাদের "দায়িত্ব" বিশ্বস্ততার সাথে পালন করে গেছে। ম্যাচের ফলাফল যাই হোক, ম্যাচ গড়ানোর সাথে সাথে তীব্রতা বেড়েছে এই বাঁশির। আজ তার শেষ দায়িত্ব। বিশ্বকাপের শুরুতে এই "বিরক্তিকর" আওয়াজের কারনে খেলা দেখাই বাদ দিতে চেয়েছিলাম...পরে টিভি "মিউট" করেও খেলা দেখেছি কয়েকবার। কিন্তু মজার ব্যাপার হল আজ বিশ্বকাপের শেষ দিনে এসে কেন জানি ভুভুজেলার আওয়াজ আর খারাপ লাগছে না। মনে হচ্ছে, আওয়াজ টা তো ভালই ছিল । মৌমাছির মত এ আওয়াজ আর শুনতে পাব না ভাবতে খারাপ লাগছে.......গুড বাই ভুভুজেলা, উই উইল মিস ইউ....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.