আমাদের কথা খুঁজে নিন

   

একপিচ গাড়ির জন্য . .. .. . .. .. ....



অনেকদিন ধরে একখান গাড়ির মালিক হবার স্বপ্ন জাগছে...তবে হা এই স্বপ্ন কম বেশি সবার থাকে..এ আর নতুন কি.. তবে সমস্যা হয় মানুষের আথির্ক অবস্থার উপর!!!! আমার বাজেট কম তাই নতুন গাড়ি কিনবার সাহস পাই না..লোন নিতে ভু্ই পাই কারন ব্যাংকের লোন মানে সেচ্ছায় ডাকাতের হাতে ধরা দেওয়া...সুদ আর সুদ..সুদ বলেলই আমার গা জলে উঠে!!!! তাই অশহায় হয়ে অনেক পুরাতন গাড়ি দেখলাম..কোনটার এটা সমস্যা.আবার কোনটার উটা সমস্যা...কি করুম বুজবার পারতেছি না... তবে গাড়ির ইন্জিন, এসি ভাল হলেই আমার চলে.. বাজেটটাই সমস্যা.. মাত্র দশ লাখ..তবে এর এক টাকাও বেশি না সবাই বলে করোল্লা এক্স/জি পাওয়া যবে তবে পাইতেছি না.. আপনেরা কেউ কি হেল্পাবেন? কেউ যদি বিক্রি করবার চান ঐ মডেল আর ঐ দামে..একটু ভাল কন্ডিসনের গাড়ি..দয়া করে জানান..আমার বড়ই সখ ... একখান গাড়ি কিনুম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।