আমাদের কথা খুঁজে নিন

   

প্রহর.....২

Dream Today,Create Tomorrow........

ঘড়িটা আজো চলছে ঠিকই সময়ের সাথে উঠলো ঝড় আগের মতোই চলছে সব মাঝে শূন্যতার এক প্রহর। পাঁজরে জমা নোনা ব্যথা আজ সবই স্মৃতির পাতা দুঃখ লুকিয়ে এখনো হাসি হারিয়ে ফেলেছি তবুও আজো ভালোবাসি। ছুটছি আমি সেদিন, ছুটেছিলাম কত দ্বারে ফিরিয়ে নিতে তাঁরে আপন ঘরে ফিরলো সে ঠিকই, মৃত্তিকার নীড়ে নিঝুম নিঃস্তব্দতার নতুন শহরে। অঁধারে আবার ভাসালাম সাম্পান চারিধারে টলমল শোকের গান আঁখি জলে ফিরছি ঘরে আপন কে নিজ হাতে পর করে। রক্ত কাদার এই পুতুলটা অনেক কিছুই হারিয়ে চায় প্রহর, সে তো বয়েই যায় তার নির্মম আপন স্রোত ধারায়।

এ যেনো এক নিষ্ঠুর খেলাঘর সময়ের ঘুর্ণিপাকে পরকে আপন আপনকে করে পর মনিব আমার আজব কারিগর। যে গিয়াছে চলে আপনালয়ে সে কি কভু আর ফিরে, কোন অস্তাচলে যতই ভালোবাসি তারে, ভাসাই এ পাঁজর রং হীন নোনা জলে। মায়ার পাহাড় গড়েছিল কত সব ছিন্ন করে হায় এত আপন আমারে ছাড়িয়া আজ ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। কত আবদার আর অভিযোগ কত ভেঙ্গে গেল সব বালু ঘরের মত সব হলো আজ দুঃখ স্মৃতি এই বুঝি আদিম সত্য নিষ্ঠুর রীতি। ভবের হাটে রোজ হয় কত মেলা কষ্ট চেপে বুকে আনন্দ সারাবেলা শশীর আলোয় একলা আপন সাঙ্গ হলে ভবের খেলা।

হাঁটছি আমি সেই লোকালয়ে যেথায় আমার সাদাকালো ভুবন আগামীকে ভাসিয়ে ভেলায় অতীত হবে আমার চির আপন। প্রহর......১


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।