ওয়াল্ট ডিজনি পিকচার্সের ‘প্লেনস’ ছবিতে ব্যবহৃত হয়েছে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘গুরু’ ছবির ‘তেরে বিনা’ গানটি। ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত হলিউডের অ্যানিমেটেড ছবিটির একটি প্রেমের দৃশ্যে জুড়ে দেওয়া হয়েছে এ আর রেহমানের ‘তেরে বিনা’ গানটি।
মনি রত্নম পরিচালিত ‘গুরু’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। ছবির ‘তেরে বিনা’ গানটির সংগীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছিলেন এ আর রেহমান। গানটির অন্য শিল্পীরা হলেন মুর্তজা খান, কাদির খান এবং দক্ষিণী ছবির প্লেব্যাক গায়িকা চিন্ময়ী।
‘প্লেনস’ ছবিতে ব্যবহারের জন্য ‘তেরে বিনা’ গানটি নির্বাচন করেন ছবিটির মিউজিক কো-অর্ডিনেটর ফ্রান্সিস ডেবান। সনি মিউজিক এন্টারটেইনমেন্ট ইন্ডিয়ার অনুমতি নিয়েই গানটি ব্যবহার করা হয়েছে ‘প্লেনস’ ছবিতে। তাজমহলের ওপর দিয়ে বিমান উড়ে যাওয়ার একটি দৃশ্যে গানটি জুড়ে দেওয়া হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘পিটিআই’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।