আমাদের কথা খুঁজে নিন

   

নীল বেদনা

বাংলা আমার...................

সুখ-সুখ-সুখ, সুখের খোঁজে ছুটছি আমি ঘুরছি রোদে সুখের দেখা না পেয়ে তাই ফুসছি আমি দারুন ক্রোধে। সুখ কোথা হায়! খুজে না পাই সুখের খোঁজে কার কাছে যাই অমুক-তমুক, হেথায়-সেথায় সুখ তবে কি এই ভবে নাই? কোথায় তাকে পাবো খুঁজে কেউ কি তাকে সত্যি চেনে? কোন দেশে তার বসত-ভিটে কে আমাকে বলবে জেনে? অসিম শুন্য চরাচরে তবু কেন খুঁজি তারে বুকের কোনে নীল বেদনা রক্ত শুন্য করে মারে। । ----------------------------------- --------------------- ----------- স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু বনশ্রী, রামপুরা, ঢাকা। ৮' জুলাই-২০১০ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।