নিজে শিখি ও অপরকে জানাই ১। অল্প দিলে ভাল লাগেনা, বেশি দিলে বিষ
শাশুড়ি বলে বৌকে আন্দাজ মত দিস ।
২। ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে
কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে ।
৩।
বিয়ের সময় দাদা দেয় একবার
সারাজীবন বৌদি দেয় দেয় বারবার ।
৪। ঢোকেনা, তবুও ঢোকাও
কেন পরের মেয়ে কাদাও,
পারলে উত্তর দাও?
৫। আইছি কাজে, কইনা লাজে,
আছে দুই লরা তার মাঝে ।
৬।
ঘসা দিলে মিটে আশা
নইলে পড়ে সব নিরাশা ।
৭। বুড়োদের ন’বার ছ’বার
ছোকরাদের একবার ।
৮। ফুটোর মধ্যে দিয়ে ফাটা,
নড়েছরে পড়ে আঠা,
বল, কি বুঝেছিস বেটা?
৯।
দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া
আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া ।
১০। হাত আছে পা আছে মাথা তার কাটা
আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা ।
১১। পাচ বেটায় ধরে,
বত্রিশ বেটায় করে
এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে ।
১২। এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া
বাইরের লোকে যত ঠেলে , মুখটি মোটে নাহি খোলে ।
১৩। চিৎ করে ফেলে উপর করে
এমন করা করে, গহ্না শুদ্ধ নড়ে ।
১৪।
দৌড়িয়ে গিয়ে জরিয়ে ধরে করছে টানাটানি
মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি ।
১৫। জামাই এল কাজে
বলতে পারিনা লাজে,
আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙয়ের মাঝে ।
১৬। শুইতে গেলে দিতে হয়
না দিলে ক্ষতি হয় ।
১৭। গলা জরিয়ে আসে রসিক যুবতী
কোমরে বসায়ে সমতনে বসতি ।
১৮। বেটির নাম পার্বতী
নাচতে নাচতে গর্ভবতী ।
১৯।
মুখেতে খেলে চুমু হাসে খল খল
পেটের মাঝে শুধু জল করে ছল ছল ।
কয়টা পেরেছেন?
না পারলে উত্তরগুলি মিলিয়ে নিন ।
উত্তরঃ ১। লবণ ২। তালাচাবি ৩।
সিঁদুর ৪। হাতের চুড়ি ৫। গাভির দুধ ৬। ম্যাচ ৭। সুই সুতা পরান ৮।
দোয়াত, কলম কালি ৯। যাতি দ্বারা সুপারি কাটা ১০। শার্ট ১১। ভাত খাওয়া ১২। দরজার খিল ১৩।
গয়না পড়ে শীল পাটায় মসলা বাটা ১৪। খেজুর গাছ থেকে রস পড়া ১৫। গাই দোহান ১৬। দরজার খিল ১৭। কলসি ১৮।
নাটাই সুতা ১৯। হুক্কা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।