চোখের বদলে চোখ নেওয়ার নীতি গোটা পৃথিবীকে অন্ধ করে ফেলেছে...গান্ধীজি
দুই সারিতে কিছু পাখি আছে।একটি ছোট সারি ও একটি বড় সারি।ছোট সারি থেকে যদি একটি পাখি বড় সারিতে চলে যায়,তাহলে বড় সারির পাখির সংখ্যা ছোট সারির পাখির সংখ্যার দ্বিগুন হয়।আবার বড় সারি থেকে যদি একটি পাখি ছোট সারিতে চলে যায়,তাহলে ছোট সারির পাখির সংখ্যা বড় সারির পাখির সংখ্যার সমান হয়।
বলুন দেখি কোন সারিতে কয়টা পাখি আছে?????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।