বা
অবশেষে জেনেছি মানুষ যৌন-কাতর এক প্রাণী বিশেষ
প্রার্থনায় যাই-
হুরের বর্ণনায় কেপে কেপে উঠি,
যখন ছিল ভাষাগত বৈষম্য- ঈশ্বর আর আমার
কি এক অপার্থিব ভাব-উন্মোষে দুচোখে স্বর্গের ভাব-কম্পন নিয়ে বেরিয়ে এসেছি,
আজ বুঝি টুটে গেল ভাষার বন্ধন-
দেখি, ঈশ্বর আমায় মদ,নারী যৌন-কাতরতার স্বপ্ন দেখাচ্ছেন
ঈশ্বর কি চিনেননি আমায়?
জানেন না কি, সুর-মাধুর্যে আর শব্দের নন্দিত বিন্যাসের অস্পর্শিত কম্পনে
আমি সুখ পাই। কতকাল, আহা কতকাল কবির কল্পলোকে ভাব ভালোবাসায়
বিচরণ আমার, কত সম্পদের আহ্বান অবহেলাভরে দুরে ঠেলে দিয়ে আমি কেবল
সুর আর ছন্দ নিয়ে মেতে উঠেছি, এ আমার আজন্ম নেশা, আমার কাম্য সুখ।
ঈশ্বর কি জানেননি আমায়?
শীতের ভোরে যখন ঘুম প্রিয়, কে ডাকলো আমায় "আস-সালাতু .... ”
যে আমি কবিতার জন্য রাতের পর রাত জেগে কাটিয়েছি অলীক বিস্মরণে
কবিতাকে কোন শীত-সকালেতো ঘুমের চেয়ে প্রিয় হয়নি মনে কখনো,
সে-ই আমি কার ডাকে ছুটে যাই প্রর্থনালয়ে আর ফিরে আসি
মদ,নারীর যৌন কাতরতার স্বপ্ন নিয়ে
এ কোন উর্ধ্বমুখী পতন আমার?
গত শীত জুড়ে একটিও কবিতা লিখতে পারি নি আমি,
যারা আমার কবিতা পড়ে পুলকিত হয়, আর যাদের কবিতা পড়ে আমি সুখী হই
তাদের সাথে কোন যোগাযোগ ছিল না-
এইসব শীতগুলো গল্প এনেছিল হৃদয়ে
কত অজস্র গল্প জমে উঠেছে পৃথিবীর মনে তারা এসে ভিড় করেছে,
আর অজস্র খন্ড খন্ড আমাকে নিয়ে এসেছিল একটা বিশাল ক্যানভাসেÑ
সেই গল্পেরা আজ নেই কোথাও কেবল আমার স্মৃতির ভান্ডারে কিলবিল করতে করতে
আমার স্পষ্ট একটা চিত্র এনে দিয়েছিল সমস্ত স্বত্তা জুড়ে-
যাকে রূপ দিয়েছি অপার্থিব প্রেমের গল্পে , তার ভিতরগত প্রেরণায় আমি আঘাত
করেছি, শব্দের বাধনকে ভেঙ্গে গল্পের চালকের দেখেছি
দেহের কামনায় এক ভুবুক্ষ কামুকের মাতাল সন্তরণ...
প্রার্থনায় যাই
হুরের বর্ণনায় কেপে কেপে উঠি
দেখি, ঈশ্বর আমায় মদ,নারী যৌন-কাতরতার স্বপ্ন দেখাচ্ছেন
অবশেষে জেনেছি মানুষ যৌন-কাতর এক প্রাণী বিশেষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।