আমাদের কথা খুঁজে নিন

   

সেলাইহীন কাপড় পরার জন্য সেলাইকর্মী

এসো নীপবনে মা, আপনি কি অপেক্ষা করছেন একটি সংবাদ শোনার জন্য? আমার বিয়ের খবর। হুম, বিয়েতো বটেই। বড়ই পাতার গরম পানিতে গোসল দিয়ে আতর মাখিয়ে নিয়ে যাবে সেলাই বিহীন কি অদ্ভুত কাপড় জড়িয়ে কবর দিতে। না, মা, শোনো, তুমি রাগ করো না। প্রতিদিন তোমার সন্তান মারা যাচ্ছে- এভাবেই মারা যাচ্ছে, যেভাবে মারা যায় মানুষ। কিন্তু যারা মারা যায় দালান ধ্বসে, আগুনে পুড়ে আর রক্তকে জল করে তাদের বেশির ভাগই- সেলাই কর্মী, সেই সেলাই কর্মী, যাকে পরতে হয় সেলাইহীন কাপড়! সেলাই মেশিন দিয়ে কি বুনে আমার বোন? কাঁচি দিয়ে কি কাটে আমার ভাই? মা, আপনি কি আরো মৃত্যূর জন্য অপেক্ষা করছেন? ২৭/০৮/৪/২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।