আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন সংবাদমাধ্যমগুলির ভূতুরে CONTACT US সেকশন!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

বিডিনিউজ২৪.কম দেশের প্রধান অনলাইন সংবাদমাধ্যম। অনেকেই এর সংবাদের উপড় নির্ভরশীল, যার প্রমাণ মেলে দেশে বড় কোন ঘটনা ঘটলে, বিডিনিউজের সাইটে ভিজিটর এর চাপে সার্ভার বিজি শো করে। তেমনি আর একটি অনলাইন নিউজ সাইট হলো দি-এডিটর। কিন্তু এই সাইট দুটিতে সমস্যা আর ভুল নিয়ে ইমেইল পাঠাতে গিয়ে অবাক হয়ে গেলাম। বিডিনিউজ২৪ আর দি-এডিটর এর CONTACT US এ দেয়া ইমেইল এড্রেসগুলা হয় ভুয়া না হয় বাঊন্সিং জাতীয় কিছু করা আছে, কোন ইমেইল পাঠালে তা সেন্ড হয় না, আবার কিছু বাঊন্স হয়ে ফিরে আসে। তাহলে CONTACT US সেকশনের দরকার কি???? নিউজ সাইটগুলোর CONTACT US অপশনটা অনেক বেশি জরুরী, কিন্তু এগুলি অকার্যকর কেন>>????? যে সমস্যাগুলির জন্য এই দুই নিঊজ এজেন্সিতে মেইল দিয়েছিলামঃ বিডিনিউজ২৪.কম এর ক্রিকটের পেজে বাংলাদেশ এ বিসিবি-র ওয়েব এড্রেসটা ভুল দেয়া আছেঃ http://www.tigercricket.com না হয়ে দেয়া আছে htttp://www.tigercricket.com আর দি-এডিটর এর সাইটে ক্লিক করলে আসেঃ Reported Attack Page!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।