আমি যাকে চাই সে কেন আমার হয় না,যে আমাকে চায় আমি কেন তার হই না।
বাংলায় যাকে বলে কাচাঁমরিচ, অস্মিয়া ভাষায় ভূত ঝলোকিয়া। চীনের ক্যাপ্সিকাম পরিবারের এ সদস্যটি সমান পরিমান ঝাল পরিবেশন করে বিখ্যাত। তবে রান্নার জন্য নয়, কাচাঁমরিচ ব্যবহার হতে চলেছে ভারতের নিরাপত্তার জন্য। সন্ত্রাস দমনে আগ্নেয়াস্ত্র নয়, এবার ব্যবহার হবে পৃথিবীর সবচেয়ে ঝাঝালো মসলা 'কাচাঁমরিচ'।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানীরা সম্প্রতি কাচাঁমরিচ দিয়ে হ্যান্ডগ্রেনেড বানানোর পরিকল্পনা করেছেন। উত্তর-পুরবাঞলীয় রাজ্য আসামের তেজপুর শহরে এখন জোরকদমে চলসে এ হেণ্ড গ্রেনেড বানানোর প্রক্রিয়া। সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে টেনে বের করে আন্তেই ব্যবহার করা হবে এই গ্রেনেড । প্রতিরক্কা বিজ্ঞানী আরবী শ্রীবাস্তব জানান , এ গ্রেনেডের তীব্র গন্ধে ও ঝাঁঝে গোপন আস্তানায় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা প্রকাশ্যে বেরিয়ে আস্তে বাধ্য হবে। গিনিস বুক অব ওয়ার্লড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ঝাঝালো মস্লা কাচাঁমরিচ।
বিজ্ঞানীদের হিসাবে কাচাঁমরিচের ঝাঝের পরিমান ১০ লাখ ১ হাজার ৩০৪ স্কোভিল, যা ঝাঝেঁর দিক থেকে মেক্সিকোর লেড সাভিনার দ্বিগুন। গবেষকদের দাবি, দাঙ্গা বা সন্ত্রাস দমনে আপৎকালীন ব্যবস্থার জন্য কাঁদুনে গ্যাসের চেয়েও নিরীহ এবং কার্যকর পদক্কেপ নেয়া যেতে পারে এ হ্যান্ড গ্রেনেডের মাধ্যমে। শত্রুকে হত্যা বা গুরুতর আহত না করেও এ অস্ত্রের মাধ্যমে গ্রেপ্তার করা সম্ভব বলে মনে করেন তারা।
সংক্ষিপ্ত করে লিখলাম । সম্প্রতি জানা তত্ত্বের মাধ্যমে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।