আমাদের কথা খুঁজে নিন

   

অবকাঠামোগত ,, দৃশ্যমান উন্নয়ন চাই।।

অব্যক্ত বক্তব্যের ধারাবাহিক চলন,,

বহুদিন আগে একটা এনজিও' র অনুষ্ঠানে গিয়েছিলাম-- অনুষ্ঠানের একপর্যায়ে বলা একটা কথা এখনো কানে ভাসছে-- ''পৃথিবীর অন্যান্য দেশ যখন চাদে বাড়ি বানাতে যাচ্ছে..আমরা তথনো সেনিটেরি টয়লেট বাননোর কথা চিন্তা করি''' ব্যাপারটা সত্যিকার অর্থেই তাই্‌্ আজ মন্ত্রীসভার বৈঠক হলো,,সেখানে পাশ হলো জাতীয় পতাকা অবমাননার আইন!! এতোকাল ব্রাজিল,আর্জেন্টিনার লম্বা লম্বা পতাকা রাস্তা জুড়ো টানানো হলো সে সময় তারা কই ছিলো?? পতাকা একটি আবেগের বিষয়। । নববর্ষ, স্বাধীনতা দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে গালে পতাকা আকা হয়,, পতাকা হাতে নিয়ে ঘুড়ে বেড়াই। । এখন পতাকার মাপ দিয়ে এগুলো কি করা সম্ভব।

। গত এক বছরে ঘড়ির কাটা আগানো, ডিজিটাল ডিজিটাল বয়ান ছাড়া আর কোন কার্যকর উদ্যোগ দেখতে কি পেয়েছি। । অবকাঠামোগত উন্নয়ন নেই একফোটাও!!! দেশে না হয়েছে সেতু, কালভার্ট, রাস্তা। ।

বায়বীয় কথা ছাড়া আর একটা বিষয়ো চোখে পড়ছে না। । দ্রব্যমূল্য কমার প্রতিশ্রুতি দিয়ে চলছে....চাল, বিদ্যুত. গ্যাসের দাম বাড়ানোর পরামর্শ। । আর বিরোধী দল-- বিএনপি'র ভাঙা ভাঙা অবস্থা ঘুরে দাড়ানোতেই ব্যস্ত,, একটা হরতাল ডাকলো।

। কি হরতাল??? জনগন জনগণ করে চিল্লাইয়ে হরতাল ডাকলো। । । আর হরতালের আগের রাতে মরলো নিরীহ জনগণ ফারুক।

। বাহ সেলুকাস!!! জামায়াত বরাবরই আত্মকেন্দ্রিক। । নিজেদের মধ্যেই গুটিয়ে থাকে সবসময়। ।

কিন্তু তাকে নিয়ে যে খেলা চলছে....তাতে তিলকে তেল বানোর কাজ। । প্রতিদিন পত্রিকার-সংবাদের প্রথম পাতায় নিজামীর ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। । যে দল পুরো বাংলাদেশে ২ টার বেশি আসন পায়না তারে নিয়ে এতো মাতামাতি ভালো লাগে না।

। যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধী করে চিল্লাচ্ছে সরকার,, আরে এতো হাঙ্গামা না করে যারা অপরাধী ধরে বিচার কর। । ল্যাটা চুকে যায়। ।

কি ধর্মিও অনুভূতিতে মামলা, পুলিশের কাজে বাধা দেয়া মামলা,, আজাইরা এতো কাজের দরকার আছে!! সেদিন সাজেদা বললো ১০ কোটি কেন লাগে আরো টাকা ঢালবে যুদ্ধাপরাধীদের বিচারে। । । অথচ গতবার যে ১০ কোটি টাকা দেয়া হয়েছে তা নাকি পুরাতন হাইকোর্ট ভবন সাজাতেই খরচ হয়ে গেছে। ।

প্রশ্নটা হলো কয়েকটা যুদ্ধাপরাধীদের বিচার করতে কয়শো কোটি টাকা লাগবে। । ঠিকমতো খেতে পারেনা যে দেশের জনগন,, এই আজাইরা খরচের হিসাব করা উচিত নয় কি। । গত ৪ টা বছরে দেশের অবকাঠামোগত উন্নয়ন পুরোপুরি থেমে আছে।

। । বিদ্যুত, গ্যাস, বিনিয়োগ সব নিন্মগামী। । সব সরকার আসলে যে জিডিপি বাড়ছে বলে জিকির তোলে তা কার জন্য তা কি জানে।

। এদেশের হাজার হাজার মানুষ বিচিত্র পেশায় নিযুক্ত থেকে মধ্যম পর্যায়ের বিনিয়োগ বজায় রেখেছে। । । কিন্তু তা কি বাঙলাদেশের সার্বিক উন্নয়নের জন্য যথেষ্ট?? ডিজিটাল বাংলাদেশ গড়তে যেয়ে ডিজিটাল নির্ভরশীলতা গড়াটা কি ঠিক।

। আমাদের আত্মপ্রতয়ী হতে হবে স্বনির্ভর শক্তিতে। । রাজনৈতিক প্রনোদনা-প্ররোচনার চেয়ে রাজনৈতিক দলগুলোকে দেশের উন্নয়নে বিভেদের সীমারেখা ভেঙে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। ।

আর তা না হলে--- আমাদের সকল প্রচেষ্টায় হয়তো একদিন মাথা তুলে দাড়াবে বাংলাদেশ,, কিন্তু তখন অন্যান্য দেশগুলো আমাদের ঘারের উপর পা রেখে তাদের মাথা আরো উচু করে তুলবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।